|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
আজকে তুমি সুস্থ্য সবল কালকে করোনায়
হতে পারে এমন কিছু ভাবতে পারোনাই। 
এইতো কাল শেয়ার দিলে সজাগ থাকুন সবে
এতটুকুন অবহেলায় বিপদ আসবে তবে।
মাস্ক পরা চাই, হাত ধোয়া চাই, থাকুন সবে ঘরে 
একটু না'হয় সয়ে গেলেন বেঁচে থাকার তরে।  
নিজে বাঁচুন, পরকে বাঁচান টাইমলাইনে লিখে
সব প্রস্তুতি থাকার পরও করোনা তোমার দিকে। 
নেই ডাক্তার, নেই ক্লিনিক, আই ই ডি সি আর 
ফোন ধরেনা রিং পরে যায় সময় হল পার।
তখন তবে কী করা যায় ভাবতেই এলে জল
আর কিছু নয় লড়তে হবে রাখুন মনোবল। 
গুটিয়ে নিন নিজকে আগে কোরেন্টাইনে থাকুন
ডাকুন আল্লাহ, নিয়ম কানুন সবই আপনি জানুন।
সুস্থ্য থাকুন এই দোয়াটাই রইল জনেজনে
আরতো কোন পথ দেখিনা এই যাত্রার রণে।
 ১০ টি
    	১০ টি    	 +২/-০
    	+২/-০  ৩১ শে মার্চ, ২০২০  রাত ৩:৫৬
৩১ শে মার্চ, ২০২০  রাত ৩:৫৬
বাকপ্রবাস বলেছেন: এবঙ আপনাকে শুভ মধ্যরাত্রি
২|  ৩১ শে মার্চ, ২০২০  রাত ২:০৭
৩১ শে মার্চ, ২০২০  রাত ২:০৭
শাহিন বিন রফিক বলেছেন: 
কে বলেছে 
নেই ডাক্তার, নেই ক্লিনিক?
বিশ্বকে তাক লাগিয়ে
এমন প্রস্তুতি নিছি
ক'দিন পরে চীন, ইতালি
আসবে মোদের বাড়ি
দেখবে তারা করোনাকে 
কেমনে দিসি তাড়ি
দেখবে আরো
টয়লেট ছাড়া, বেসিং ছাড়া
কেমনে আইসোলেশন ইউনিট গড়ি!!
খবর পেলাম ট্রাম্প ও নাকি
আসবে ভোরে
কিছু টিপস নিতে
আমরা কেমনে ফোনে ফোনে
করোনাকে দিচ্ছি ঝাড়ি!!
  ৩১ শে মার্চ, ২০২০  রাত ৩:৫৮
৩১ শে মার্চ, ২০২০  রাত ৩:৫৮
বাকপ্রবাস বলেছেন: ট্রাম পুতিন আসবে সবাই 
সবক নিতে চায়
আসুক তবে শিখিয়ে দেব
কেমনে লাশ লুকায়
৩|  ৩১ শে মার্চ, ২০২০  সকাল ৭:৪৩
৩১ শে মার্চ, ২০২০  সকাল ৭:৪৩
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
  ৩১ শে মার্চ, ২০২০  সকাল ১১:৪১
৩১ শে মার্চ, ২০২০  সকাল ১১:৪১
বাকপ্রবাস বলেছেন: ভালবাসা
৪|  ৩১ শে মার্চ, ২০২০  সকাল ৭:৪৫
৩১ শে মার্চ, ২০২০  সকাল ৭:৪৫
সেলিম আনোয়ার বলেছেন: ছোট্ট একটা কবিতা সংক্ষেপে অনেক কিছু বলে দেয় সুদীর্ঘ পোস্ট ও অনেক সময় এতটা গভীর তা নিয়ে পারে না।
  ৩১ শে মার্চ, ২০২০  সকাল ১১:৪১
৩১ শে মার্চ, ২০২০  সকাল ১১:৪১
বাকপ্রবাস বলেছেন: শ্রদ্ধা
৫|  ৩১ শে মার্চ, ২০২০  দুপুর ১২:১০
৩১ শে মার্চ, ২০২০  দুপুর ১২:১০
রাজীব নুর বলেছেন: অর্ধশতকের
দ্বারপ্রান্তে দাঁড়িয়ে...
  ৩১ শে মার্চ, ২০২০  দুপুর ২:১৯
৩১ শে মার্চ, ২০২০  দুপুর ২:১৯
বাকপ্রবাস বলেছেন: আল্লাহর উপরই ভরসা। হে আল্লাহ রহম কর।
©somewhere in net ltd.
১| ৩১ শে মার্চ, ২০২০  রাত ২:০৬
৩১ শে মার্চ, ২০২০  রাত ২:০৬
নেওয়াজ আলি বলেছেন: ভালোবাসা ও শুভ কামনা পরিপাটি লেখা