নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

সৈয়দ আহমেদ হাবিব

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

দুষ্টুচ্ছড়া

০৫ ই এপ্রিল, ২০২০ সকাল ৮:৫৩



একটা আপা নয়নম‌নি
‌চোখ রা‌খি তায় টি‌ভি‌তে
আপা ব‌লেন ঘরেই থাকুন
‌ক‌রোনায় পরান নি‌ভি‌তে।

একটা আপা চাঁদ রম‌নি
থাক‌তে দেয়না বা‌ড়ি‌তে
চাকরী আ‌গে বাঁচ‌তে হ‌লে
‌চোখ রা‌খি তায় হা‌ড়ি‌তে।

একটা আপা বদ মেজা‌জি
‌কিলাই শুধু উঠ‌লে রাগ
‌ধোপার ম‌তো ওয়াশ ক‌রে
থেতলা ক‌রে বল‌বে, ভাগ!!

আপা আমার হ‌রেক রকম
হ‌রেক তার মেজাজ মন
আপার ছায়া আপার মায়ায়
যা‌চ্ছে সময় কাট‌ছে ক্ষণ।

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই এপ্রিল, ২০২০ সকাল ৯:১৬

মা.হাসান বলেছেন: তিন আপুর কথা বলে দুই আপুর ছবি দিলেন, বাকি জন কোথায় গেল?
আমার জানামতে উপরের আপু ভালো মানুষ, গার্মেন্টস খোলার পক্ষে ছিলেন না, অনেক চেষ্টা করে উনি এটা বন্ধ করেছেন। তবে আমার জানা ভুলও হতে পারে।

০৫ ই এপ্রিল, ২০২০ সকাল ৯:২২

বাকপ্রবাস বলেছেন: কার ঘাড়ে কয়টা মাথা নাম নেবে সেই .... টার
আমার বাপু একটাই মাথা চাইনা পড়ুক কাটা, তার

২| ০৫ ই এপ্রিল, ২০২০ সকাল ৯:২০

নূর আলম হিরণ বলেছেন: একটা আপা রোজ দুপরে
শুনায় রুগী কত
দুষ্ট লোকে চিমটি কেটে বলে
আপা বলেনা সঠিক মতো।

০৫ ই এপ্রিল, ২০২০ সকাল ৯:২৪

বাকপ্রবাস বলেছেন: আপায় গুণে আপার মতো
তোমরা বুঝবে কী?
আপার মতো বড় হলেই
বুঝবে ঠিক, ঠিকই।

৩| ০৫ ই এপ্রিল, ২০২০ সকাল ৯:২৫

মা.হাসান বলেছেন: কার ঘাড়ে কয়টা মাথা নাম নেবে সেই .... টার
আমার বাপু একটাই মাথা চাইনা পড়ুক কাটা, তার


তবা তবা, আমাদের ভাবি কে আপনি আপু বানিয়ে ফেললেন? :-P

০৫ ই এপ্রিল, ২০২০ সকাল ১০:২৬

বাকপ্রবাস বলেছেন: নির্বাচনে খাড়াইলে বাবাও ভাই হই যায়, আমার ভাই তোমার ভাই, কবিতার জন্য বউ আপা হইলে মন্দ কী!!!

৪| ০৫ ই এপ্রিল, ২০২০ সকাল ১০:৩৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
হরেক রকম আপু গুলো জন্মে শুধু এ দেশে
তাদের জ্বালায় তাদের মায়ায় কেউ দেশে কেউ বিদেশে।
ভালো থাকো সব আপুরা আমরা হলাম আপনজন
করোনাটা বিদেয় হলে চলে যাবো বিন্দাবন!!

০৫ ই এপ্রিল, ২০২০ সকাল ১১:২৯

বাকপ্রবাস বলেছেন: সবার আগে মানতে হবে এই দেশটা আপার দেশ
আপা ভালো জগত ভালো হাশি খুশির নাইতো শেষ
আপার মাথায় ছাতা ধরে কাটিয়ে দিন তেলতেলে
অনেক কষ্ট বিদেষ যাপন ঘরবাড়ি ছেড়ে গেলে

৫| ০৫ ই এপ্রিল, ২০২০ সকাল ১১:৩৬

তারেক_মাহমুদ বলেছেন: রুবানা আপার এই ভুমিকা সত্যি হতাশাজনক।

০৫ ই এপ্রিল, ২০২০ সকাল ১১:৪২

বাকপ্রবাস বলেছেন: ! অমানবিকতা
! মুনাফা
! রাষ্ট্র জিম্মি ব্যাবসায়ীদের হাতে
! এমন দূর্যোগেও রাষ্ট্রের কাজের সমন্বয়হীনতা
! দায়িত্বহিনতা ও জবাবহীনতা

৬| ০৫ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:৪৪

রাজীব নুর বলেছেন: রুবানা ভাইরাসদের অপরাধের বিচার করবে কে...???
নাকি তারা সবকিছুর উর্ধ্বে...!!!!

০৫ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:০৭

বাকপ্রবাস বলেছেন: বিচার এর টাইম হবার আগেই বিদেশ পাড়ি দেবে পাখিরা

৭| ০৫ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:৪৪

নেওয়াজ আলি বলেছেন: সব কথা অতি সহজ করে চমৎকার উপস্থাপন

০৫ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:০৮

বাকপ্রবাস বলেছেন: সবই আপাদের দোয়াই

৮| ০৬ ই এপ্রিল, ২০২০ রাত ১১:০৬

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

০৬ ই এপ্রিল, ২০২০ রাত ১১:৩৪

বাকপ্রবাস বলেছেন: দেশে এখন পথেপথে লাশ পাওয়া যাচ্ছে, তবে অন্য কোন কারনে যেমন হার্ট এটাক হলেও কেউ এগিয়ে আসবেনা করোনা ভেবে, সুতরাং করোনা শুধু নিজেই মারছেনা, অন্য রোগীকেও মারছে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.