নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমার ঘরে অনেক খাবার
একটু যদি দাও
আকাশ ভবন জানলা খুলে
একটু ফিরে চাও।
ওদের কাছে চাইনা কিছু
ছবি তুলে দিচ্ছে খাবার
তোলা শেষে ধমক দিয়ে
হেচকা টানে নিচ্ছে আবার।
কিংবা যারা চেয়ারম্যান মেম্বার
বস্তায় বস্তা তুলছে ঘরে
ওদেরতো নাই রহম দিলে
হাত পাতি তায় কেমন করে!
বোনটা আমার খিদের জালায়
ফাস খেয়েছে অভিমানে
কেমন বিচার তার কপালে
হাসর মাঠে, খোদায় জানে।
ভাবছো বুঝি নিজের জন্য
হাত পেতেছি এই সুযোগে
আছেও এমন এই সমাজে
মিথ্যেবাদী আর হুযুগে।
যাচাই বাছাই করেই যদি
হাত বাড়িয়ে দাও
বাতাস ভারী হাহাকারে
একটু যদি চাও।
১৩ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:২২
বাকপ্রবাস বলেছেন: গতরাতে পাশেই একজনকে নিয়ে গেল করোনা সন্দেহে
২| ১৩ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:২৫
বিজন রয় বলেছেন: সে কি!!!
সাবধানে থাকুন।
আপনি কি লন্ডনে থাকেন?
১৩ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:২৫
বাকপ্রবাস বলেছেন: জেদ্দা
৩| ১৩ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:৪৩
নেওয়াজ আলি বলেছেন: লেখা পড়ে ভালো লেগেছে।
১৩ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:২৬
বাকপ্রবাস বলেছেন: খুব করে ধন্য বাদ রইল কি ন্তু
৪| ১৩ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:৫৩
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
১৩ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:২৮
বাকপ্রবাস বলেছেন: করোনার চাইতে অনাহারে ভয় বেশী আমার
৫| ১৩ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:৩৩
সেলিম আনোয়ার বলেছেন: কবিতা সুন্দর হয়েছে।
১৩ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:০৭
বাকপ্রবাস বলেছেন: এবং আপনাকে ধন্যবাদ সেলিম ভাই
©somewhere in net ltd.
১| ১৩ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:১৭
বিজন রয় বলেছেন: ভাল আছেন আশাকরি।
শুভকামনা।