নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

সৈয়দ আহমেদ হাবিব

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

ডর মাইনসের ঝি

২৮ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:১৬


ডর মাইন‌সের ঝি
‌তোয়া‌রে হইয়ুম কী
ফানত্তন চুন খ‌সি‌লে ছেত গ‌রি ও‌ড়ো
শা‌ড়ির হোনাত গিট মা‌রি উতর দইন ছু‌ড়ো।

যাইতাম আঁই হোন মি‌ক্কে
আইন আদালত তোয়ার ই‌ক্কে
‌জোয়ান তাগড়া ভাই বেরা‌দের মনত গ‌রি দঅ
হ‌ন্ডে যাইতাম হঅ।

রা‌ন্দি রা‌হো‌ ভাত ফা‌নি
উড়ান ঝারু তাও জা‌নি
হামাই গ‌রি হ‌নে আ‌নে ইয়ান নঅ দেহ
হ‌ন্ডে যাইতাম হঅ।

নয়টা দশটা রাইত বা‌ড়ি
‌ডেক‌সি ফা‌তিল হাইত মা‌রি
‌দেরী গ‌রি কি'ল্লায় ফি‌রি চিন্তা গ‌রি চঅ
‌ছেত গ‌রি ও‌ড়ো।

ডর মাইনসার ঝি
আঁই গইত্তাম কী
টানাটা‌নি চ‌লে জা‌নি সহ্য গ‌রি জঅ
‌গোসস্যা নঅ গইজ্য।

মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৮ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৪২

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: হা হা বহুত দিন বাদে চিটাইঙ্গা কবিতা পড়লাম! আগে ফেবুতে পড়তাম এখন ব্লগে!!

২৮ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৫৭

বাকপ্রবাস বলেছেন: ফেবুতে বউ এর আপত্তির কারনে হাইড করে রেখেছি, ব্লগে মেরে দিলাম

২| ২৮ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:১৪

সাইন বোর্ড বলেছেন: পড়ে মজা পেলাম ।

২৮ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:৩৩

বাকপ্রবাস বলেছেন: :) ধন্যবাদ রইল

৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:৪২

নেওয়াজ আলি বলেছেন: খুব সুন্দর

২৮ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:৪৯

বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ জানবেন আলি ভাই

৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:০৭

বিএম বরকতউল্লাহ বলেছেন: ভারি মজা পাইলাম কবিতা পড়ে।
শুভ কামনা।

২৮ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:১৩

বাকপ্রবাস বলেছেন: চট্টগ্রামের ভাষা, অনেকের অবশ্য সমস্যা হবে, আপনার প্রশংসা পেয়ে ভালো লাগার মাত্রাটা একটু বেশীই বোধ করছি

৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:২৭

মোঃ ইকবাল ২৭ বলেছেন: ‘ডর মাইনসের ঝি’ শিরোনামটি সুন্দর ছিল।

২৯ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:২৫

বাকপ্রবাস বলেছেন: হা হা হা ধন্যবাদ রইল কিন্তু

৬| ২৮ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:২১

রাজীব নুর বলেছেন: অতি চমৎকার।

২৯ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:২৫

বাকপ্রবাস বলেছেন: এবং আপনাকে ধন্যবাদ খুব করে

৭| ২৬ শে জানুয়ারি, ২০২১ সকাল ১১:২৭

খায়রুল আহসান বলেছেন: চাঁটগাইয়া ভাষায় রচিত কবিতাটি পড়তে উপভোগ্য হয়েছে, যদিও অনেক জায়গায় ঠিকমত বুঝতে পারি নি।
‘ডর মাইনসের ঝি’ কথাটার মানে কী?

০৭ ই মার্চ, ২০২২ দুপুর ১:৩৫

বাকপ্রবাস বলেছেন: বড় লোকের বেটি

৮| ২৬ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১২:৪৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
দারুন উপভোগ্য কবিতা। ++++ আরও চাই।

০৭ ই মার্চ, ২০২২ দুপুর ১:৩৬

বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ ভাইজান, বছর খানেক পর রিপ্লাই দিলাম, তার জন্য দু:খিত।

৯| ২৯ শে মার্চ, ২০২২ দুপুর ২:০৮

মরুর ধুলি বলেছেন: “ওড়ো” শব্দটি সম্ভবত ‘ওডো’ আর “ছুড়ো” শব্দটি সম্ভবত “ছুডো” হবে।
খুব ভাল লেগেছে রম্য কবিতাটি।

৩০ শে মার্চ, ২০২২ দুপুর ১২:০২

বাকপ্রবাস বলেছেন: অঞ্চল ভেদে একটু হেরফের হয় শব্দ , ধন্যবাদ জানবেন ধুলি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.