নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

০০

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

?

১০ ই মার্চ, ২০২২ রাত ৮:৫৯

সাদা পাতা জুড়ে একটা প্রশ্নবোধক
সাদা কালিতে লেখা কাগজ জুড়ে
খোড়াতে খোড়াতে বয়স একান্ন
দুজনে নির্জন বসে দুপাশ ঘুরে।

পেঁয়াজ টপকে তেল আকাশ ছোঁয়া
ঘন্টায় বাড়ে মাথা পিছু আয়
তেল লাগেনা ভাজতে ঘোড়াড্ডিম
আমলা মন্ত্রীরা রোজ ভেজে খায়।

পাস হয়েছে চুপ থাকার ধারা
বললে কথা চৌদ্দ শিকের ঘর
প্রশ্নবোধক ভয়ে পালিয়েছে কবে
স্বাধীনতা তোমায় লাগে অনেক ডর।








মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১০ ই মার্চ, ২০২২ রাত ৯:০৫

প্রতিদিন বাংলা বলেছেন: বেশ।

১২ ই মার্চ, ২০২২ বিকাল ৩:১০

বাকপ্রবাস বলেছেন: খুব করে ধন্যবাদ জানবেন

২| ১০ ই মার্চ, ২০২২ রাত ৯:০৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: বাস্তবতা ভিত্তকি।

(প্রথম স্তবকে চিহ্ণ শব্দ যোগ করলে পুর্ণাঙ্গ হবে।)

১২ ই মার্চ, ২০২২ বিকাল ৪:১০

বাকপ্রবাস বলেছেন: কোথায় দেখিয়ে দিতে হবে, বুঝতে পারছিনা।
ধন্যবাদ জানবেন

৩| ১১ ই মার্চ, ২০২২ রাত ১২:০৬

রাজীব নুর বলেছেন: সহজ সরল ভাষায় সুন্দর কবিতা লিখেছেন।

১২ ই মার্চ, ২০২২ বিকাল ৪:১০

বাকপ্রবাস বলেছেন: খুব করে ধন্যবাদ নেবেন বড় ভাই

৪| ১১ ই মার্চ, ২০২২ রাত ১:৩২

মরুভূমির জলদস্যু বলেছেন: কবিতায় সময়ের চিত্র।

১২ ই মার্চ, ২০২২ বিকাল ৪:১১

বাকপ্রবাস বলেছেন: এবং আপনাকে ধন্যবাদ খুব করে

৫| ১২ ই মার্চ, ২০২২ বিকাল ৪:১৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: সাদা পাতা জুড়ে প্রশ্নবোধক চিহ্ন,
কালো কালিতে লেখা কাগজ জুড়ে,
খোড়াতে খোড়াতে বয়স একান্ন,
দুজনে নির্জন বসে দুপাশ ঘুরে।

(সাদা পাতায় সাদা কা‌লির লেখা দেখা যাবে না)

১২ ই মার্চ, ২০২২ রাত ৮:৩৪

বাকপ্রবাস বলেছেন: একটা প্রশ্ন কালো কালিতে যেটা দেখা যায়, যার উত্তর আছে কিন্তু সঠিক উত্তর আমরা পড়ছিনা, তায় উত্তরটা উহ্য, সাদা কাগজে সাদা কালির মতো অবস্থা। প্রশ্নটা যদি হয় স্বাধীনতার কী মানে ? কী উত্তর দেবে রাষ্ট্র? আমরাতো কথা বলতে আজও ভয় পাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.