![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিড়ালটার নাম টাইগার। তখন আরো ছোট ছিল এবং রুগ্ন অবস্থায় রাস্তা থেকে তুলে আনে সৈয়দ আমিন। সৈয়দ আমিন জব করে জেদ্দায় একটা কোম্পানীতে। তার দেশ বাংলাদেশ। প্রতিদিন সকালে অপিষ আসার সময় সে তার নিজের খাবারের সাথে বিড়ালের খাবারও নিয়ে আসে। বিড়াল প্রতিদিন সকালে অপেক্ষা করে সৈয়দ আমিন এর জন্য। সৈয়দ আমিন এসে তার খাবারটা দিয়ে কাজে যোগ দেয়। আর বিড়াল ঘুরে ঘুরে, ঘুরে ফিরে তাকে সঙ্গ দেয়। দু'জনের এক আলাদা জগৎ যেন। খুনসুটি করতে করতে সময় পার হয়ে যায়। বিকেলে অপিষ ছুটি, সৈয়দ আমিন চলে যাবে তার থাকার ক্যাম্প এ। বিড়ালটা আবার অপেক্ষায় থাকবে তার জন্য।
সৈয়দ আমিন এর কাজের স্থান বদলি অন্য ব্রাঞ্চে। কাল সে আসবেনা। বিড়ালটা জানেনা সে খবর। সে জানেনা সৈয়দ আমিন আবার কবে আসবে তাকে দেখতে........
ইউটিউব লিংক https://youtu.be/FzkOVDtEjd4
২| ২৯ শে মার্চ, ২০২২ দুপুর ১:১০
মরুর ধুলি বলেছেন: ও সরি, ওটার নাম ছিল টাইগার। খুব সুন্দর নাম।
৩০ শে মার্চ, ২০২২ দুপুর ১:৩০
বাকপ্রবাস বলেছেন: মরুর ধুলি খাচ্ছি নিয়ত
৩| ২৯ শে মার্চ, ২০২২ দুপুর ১:৪৯
বাকপ্রবাস বলেছেন: মরুর ধুলি খাচ্ছি নিয়ত
৪| ২৯ শে মার্চ, ২০২২ বিকাল ৩:২৭
রাজীব নুর বলেছেন: বিড়ালের নাম টাইগার???!!!!!
৩০ শে মার্চ, ২০২২ দুপুর ১:৩০
বাকপ্রবাস বলেছেন: হ, টাইগার। তয় হালুম কয়না, মিয়াও কয়
৫| ১৯ শে নভেম্বর, ২০২২ দুপুর ১:৫২
শায়মা বলেছেন: ভাইয়া এতদিন কোথায় ছিলে?
অনেকদিন পর দেখলাম।
২০ শে নভেম্বর, ২০২২ সকাল ১১:৩৭
বাকপ্রবাস বলেছেন: সামুকে অনেক ফিল করি, কিন্তু ভয়ে আসা হয়না, চাকরী আর জীবনটা যখন একটু জটিল হয়ে উঠে তখন আমি ভয়ে ব্লগে আসিনা, কারন কিছু পড়লে লিখতেও ইচ্ছে করে, অন্য একটা জগতে চলে যা্ই, স্বাভাবিক থাকা হয়না, ঘোরের মাঝে পড়ে যাই, তখন কাজে খুব ভুল হয়, সেই ভয়ে ব্লগে আসিনা, জটিল সময়টা পার হয়ে গেলে তখন আবার ব্লগে চলে আসি, এখন গুড মুডে আছি, ফ্যামিলি আনলাম ভিজিটে, আমার কন্যাদের সাথে দারুন সময় পার করছি, এই সময়টা আমার জীবনের সবচেযে দারুণ সময়, আর কখনো আসবেনা এই সময়টা। ওরা চলে গেলে আমার যেন স্বর্গচ্যুতি হবে।
©somewhere in net ltd.
১|
২৯ শে মার্চ, ২০২২ দুপুর ১:০৫
মরুর ধুলি বলেছেন: সৈয়দ আমিন ও তার বিড়ালের জন্য শুভকামনা।
বিড়ারের নামটা প্রকাশ করা হলো না?