নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

সৈয়দ আহমেদ হাবিব

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

রংঢং ভংচং করার আর পয়সা নাই।

২০ শে নভেম্বর, ২০২২ সকাল ১১:২২

ডলার গচ্চায় নোরা এসে নাচলনা
পাঁচ হাজারে টিকেটে মন ভরলনা
রিজার্ভ ভাবে আমার কী?
ছেড়ে দিলে থাকবো কি?
শ্রীলংকার হাল দেখে কেউ জাগলনা।

প্রবাসীরা সোনার ডিম থাকছেনা
হুন্ডির টাকা ব্যাংকে আর রাখছেনা
ভয় দেখাচ্ছে সরকারে
বলছে ঘাড় মৎকারে
ঠিক চ্যানেলে রেমিটেন্স কেন ছাড়ছেনা?

দূর্ভিক্ষের আভাস দিচ্ছে শাসক দল
রেখে ঢেখে তোলা রাখ চোখের জল
নইলে পরে পস্তাবি
বুক চাপড়ে ধস্তাবি
নির্বাচনে নামতে পারে লাশের ঢল।

মিছিলে মিছিলে জাগছে আবার ভাংছে ভয়
দেয়ালে পিঠ ঠেকে গেলে জাগতে হয়
আর থেকোনা যুক্তিতে
লড়তে হবে মুক্তিতে
উন্নয়নের গিঁট খুলে হোক সূর্যদয়।




মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২০ শে নভেম্বর, ২০২২ সকাল ১১:৪২

সেলিম আনোয়ার বলেছেন: নির্মম বাস্তবতা ।

২০ শে নভেম্বর, ২০২২ দুপুর ১২:১৮

বাকপ্রবাস বলেছেন: খেলতে খেলতে রাষ্ট্রটা যেন খাদের কিনারায়

২| ২০ শে নভেম্বর, ২০২২ দুপুর ১২:১১

ফুয়াদের বাপ বলেছেন: কবিতায় সময়ের সুন্দর প্রতিবাদ। ২০২৩ এ দুর্ভিক্ষ হবে এই কথা যখন দেশ প্রধান বলে তখন স্বাধারন জনগন ভয় পাওয়া স্বাভাবিক। ঋন করে ঘি খাওয়ার পরবর্তী সুদাসল পরিশোধে পরনের প্যান্ট না বেচার দরকার হয়।

২০ শে নভেম্বর, ২০২২ দুপুর ১২:১৯

বাকপ্রবাস বলেছেন: ফুয়াদের মা বিষয়টা বুঝতে পারছে? উমামার মাকে বোঝালে বুঝতে চায়না, বলে এসব আলাপ করে ফায়দা নাই, বাজার করে আনলে খাওয়া আছে না আনলে তালা

৩| ২০ শে নভেম্বর, ২০২২ বিকাল ৩:০৬

রাজীব নুর বলেছেন: সুন্দর।

২০ শে নভেম্বর, ২০২২ বিকাল ৪:২০

বাকপ্রবাস বলেছেন: খুব করে ধন্যবাদ জানবেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.