নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ হওয়া নয়তো সহজ ভাবছো মানুষ নিজেকে
শরীর গড়ন মানুষ সবাই আসল মানুষ বিবেকে।
নিজকে আপন করে শুধু নিজকে নিয়েই থাকে যে
মানুষ নামের জড় বস্তু নয়তো কোন কাজের সে।
চোরও মানুষ ডাকাতও মানুষ কিংবা মানুষ ঠকবাজ
আসলেই কি মানুষ তারা ঘুষের টাকায় হয় রাজ!
ভাবছি এবার মানুষ হবো ইচ্ছে মনে প্রাণে যে
কোনদিকে যায় ছয়টা পথ ছয় দিকেই টানে যে।
২১ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১:০৩
বাকপ্রবাস বলেছেন: আমার বড় ভাই কবিতা লেখে কিন্তু আমি পড়ে বুঝিনা
২| ২২ শে ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:১৪
রাজীব নুর বলেছেন: কবিতা পড়ে যেটুকু বুঝা যায় না, সেটুকুই আসল কবিতা।
২২ শে ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৫২
বাকপ্রবাস বলেছেন: হা হা হা
©somewhere in net ltd.
১| ২১ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:১৬
রাজীব নুর বলেছেন: কবিতা লেখাও সহজ নয়।