নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

০০

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

কাঠালের বার্গার

২১ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ২:৪৭

কাঠালের বার্গার দিনে খান চারবার
সেরে যাবে গায়ে যতো রোগ আছে
থেমে যাবে বকবক তেড়া ঘাড় খাড়া রগ
চেটাং চেটাং কথা বলে আর নাচে।

কাঠালের বার্গার খেতে হবে বারবার
পোড়া ভাজা বিচি আর রেধে খান ঝোলে
চামড়াটা গরু খায় ষাড় বলদ কালো গায়
ছাগলে পাতা পেলে খায় দিল খুলে।

কাঠালের বার্গার খেয়ে ভাবুন একবার
কার মাথায় গোলমাল রোগ আছে
তাকে ধরে খেতে দিন গদাটা সাথে নিন
খাবোনা বলে যদি ভরে দিন পাছে।

মন্তব্য ২৫ টি রেটিং +৭/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ২১ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ২:৫৪

আলমগীর সরকার লিটন বলেছেন: সত্যই খুবি মজাদার
অনেক শুভ কামনা রইল

২১ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:০২

বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ জানবেন নোমান ভাই

২| ২১ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:০৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহাহা। বার্গারের ছবি দেখে মজো পেলুম।

ছড়া খুব ভালো হয়েছে।

২১ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৪:৩৮

বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ জানবেন বড়ভাই

৩| ২১ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:৩০

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: শেষ লাইন পড়ে উচ্চ আওয়াজে বহুদিন পর হেসেছি !!

২১ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৪:৪০

বাকপ্রবাস বলেছেন: হা হা হা কাঠালের একটা গল্প আছে, রাজা এমন একটা ফল খাইতে চাইসে, যেটা খুব স্বাদ হবে, না হলে যার ফল তার পেছনে ভরে দেবে, একজনে কাঠাল নিয়ে এসেছিল, আর সবাই ভাবছিল হায় হায় এটা ভরবে কী করে

৪| ২১ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:৩৪

জুল ভার্ন বলেছেন: চমতকার! +

২১ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৪:৪১

বাকপ্রবাস বলেছেন: খুব করে ধন্যবাদ লইবেন জুল ভার্ন

৫| ২১ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৪:২১

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।

২১ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৪:৪১

বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ জানবেন দাদা

৬| ২১ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৪:৩৭

পদাতিক চৌধুরি বলেছেন: কবিতা পাঠের সঙ্গে সঙ্গে সুকুমার রায়ের কথা মনে পড়ে গেল। সুন্দর।

২১ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৪:৪১

বাকপ্রবাস বলেছেন: শ্রদ্ধা আর ভালবাসা জানবেন

৭| ২১ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৫:৩১

ফুয়াদের বাপ বলেছেন: মজারু হয়েছে। মজাদার লেখানীর মাধ্যেমেও প্রতিবাদ করা যায়।

ওরে জনগন-দেখ দেখি কি কারবার!
গাধা-গরু মেরে সব করছো সাবার!!
গরুর মাংস-টংস খেয়োনা তো আর
দিল চাইলে, খাও কাঁঠালের বার্গার।

২১ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৫:৫১

বাকপ্রবাস বলেছেন: ফুয়াদের বাপ এর কথা শুনে একটু যাও
কাঠালের বার্গার খাইয়া একটু চাও

৮| ২১ শে ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:০১

নেওয়াজ আলি বলেছেন: ছাগল পাতা খায়

২১ শে ডিসেম্বর, ২০২২ রাত ৮:৫৪

বাকপ্রবাস বলেছেন: কী না খায় :P

৯| ২১ শে ডিসেম্বর, ২০২২ রাত ৮:৩৮

শেরজা তপন বলেছেন: চমতকার ছন্দবদ্ধ ছড়া/কবিতা!

*প্রধানমন্ত্রীর নেকনজরে পড়ে যাবেন

২১ শে ডিসেম্বর, ২০২২ রাত ৮:৫৫

বাকপ্রবাস বলেছেন: পিঠের চামড়া রাখতনা

১০| ২২ শে ডিসেম্বর, ২০২২ সকাল ৯:৩৪

অক্পটে বলেছেন: মুগ্ধ হলাম ছন্দ কবিতায়।

২২ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:০১

বাকপ্রবাস বলেছেন: অকপটে

১১| ২২ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:০২

কাজী ফাতেমা ছবি বলেছেন: মজার কবিতা

১২| ২২ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ২:২৩

ডঃ রুহুল আমিন চৌধুরী। বলেছেন: চিনি বর্জন করুণ - চিনি খেলে ক্যান্সার হয় - যে সব খাদ্য পন্য নিয়ে সিন্ডিকেট ব্যবসায়িরা দাম বাড়াবে - সব খাদ্য পন্য বর্জন করতে হবে - কোনো যিনিস না খেলে কেউ মারা যাবে না - অতিতেও কেউ মারা যায় নি কোনো খাদদ্য বর্জন করে -ডাক্তার বললেতো আমরা ঠিকই বর্জন করি - সিন্ডিকেট ব্যবসায়িদের রুখতে হবে - জনসচেতনতা দিয়ে -গণসচেতনতা দিয়ে-

২২ শে ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:২৯

বাকপ্রবাস বলেছেন: সিগারেটের গায়ে লেখা ও ছবি থাকে, ক্যান্সার হবে জেনেও অবুঝ মানুষ ধুমপান করে। ডায়াবেটিস না হওয়া পর্যন্ত চিনি ছাড়বে বলে কেউ মনে হয়না

১৩| ২২ শে ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:১০

রাজীব নুর বলেছেন: ঝামেলাবিহীন খাবারের মধ্যে আমার প্রথম পছন্দ বার্গার।
তবে কাঠালের বার্গার নয়।

২২ শে ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৩০

বাকপ্রবাস বলেছেন: প্রধানমন্ত্রী এই বার্গার এর সন্ধান কই পাইল আল্লাহ মালুম। কে ওনাকে এসব শেখায়?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.