নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পেন্সিল আর কাগজ নিয়ে এসো
অংক শেখাবো আজ
বৃষ্টি হবে চমকাবে বিজলি, এখন
অংক শেখানোই কাজ।
দুইয়ে দুইয়ে ছয় লেখো
তিনে তিনে নয়
এই সরকারের আমলে, অংক
শুদ্ধ হবার নয়।
শেয়ারবাজার, ব্যাংক ফাঁকা
রেমিটেন্সও নাই
অংক শেখা শেষ হলো
টা টা বাইবাই।
২২ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৫:২৯
বাকপ্রবাস বলেছেন: ছড়াটা আগে লিখে গুগল মামা থেকে সার্চ করে ছবিটা পেয়েছি। ধন্যবাদ জানবেন
২| ২২ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:৩৬
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
আপনি যেটা করেন সেটা অনেক কঠিন কাজ।
২২ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৫:৩১
বাকপ্রবাস বলেছেন: সকালে খেয়াল করলাম এটা
"""" আমি 'স্মৃতিকাতরতা ' নামক ভীষণ এক রোগগ্রস্ত, সেই সাথে বিষাদগ্রস্থ মানুষ। আমার চিকিৎসার প্রয়োজন।"""""
মজা পেলাম।
৩| ২২ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:৪৭
আলমগীর সরকার লিটন বলেছেন: অংক শিখা মন আমার
অংক শিখতে- শিখতে
শূন্যতে পরেছি; শূন্য থেকেই
শুরু হয় অংক; কত সূত্র মাথা
ধরে না- তবু মাস্টার অংক শিখি
অংক! অংক- অংক;
অনেক শুভ কামনা জানাই কবি
ভাল থাকবেন----------
২২ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৫:৩১
বাকপ্রবাস বলেছেন: জি ভাইযান, অংক খুব সহজ, লুট করে খেয়ে দিতে হবে।
৪| ২২ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৪:৩৯
পদাতিক চৌধুরি বলেছেন: না না খেলবোনা।অংক শেখাতে গিয়ে আবার সরকার মহাশয়ের টানাটানি কেন
২২ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৫:৩২
বাকপ্রবাস বলেছেন: হা হা হা হা আপনি আমি না খেললেও সরকার ঠিকই খেলে খেলে বেগমপাড়ায় চলে যাবে
৫| ২২ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৫:৪৭
রাজীব নুর বলেছেন: অংকে আমি কাঁচা।
২২ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৫:৫৫
বাকপ্রবাস বলেছেন: অংকে কাঁচা হলে ঘুম ভাল হয়
৬| ২২ শে ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৪৫
করুণাধারা বলেছেন: চমৎকার!!
২২ শে ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:২৭
বাকপ্রবাস বলেছেন: করুণাধারা
৭| ২২ শে ডিসেম্বর, ২০২২ রাত ৯:৫৭
নেওয়াজ আলি বলেছেন: আপনি এস আলামের আত্মীয় নাকি
২৪ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১১:১৫
বাকপ্রবাস বলেছেন: হা হা জিনা
৮| ২৩ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ২:৫৪
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: অংকে কাঁচা হলে ঘুম ভাল হয়
ঘুমের রহস্য হলো পরিশ্রমে।
২৪ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১১:২৬
বাকপ্রবাস বলেছেন: আপনার ঘুম ও সুস্থ্যতা কামনা করি
©somewhere in net ltd.
১| ২২ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:২৯
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: হাহাহাহ আপনার ছড়াটা বেশ , তবে আপনার ছবিটা অসাধারণ । চারটি মুরগির ঠ্যাং হবার কথা ছিল প্রবৃদ্ধি হলো বটে তবে সেটা হাড়ের হলো , মাংসের প্রবৃদ্ধি না হয়ে বরং মাংসটাই বেমালুম হয়ে গেল । অর্থনীতির বড় একটি অসংগতি আপনার চিত্রে ফুটে উঠল !!