নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

০০

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

মাথা‌পিছু গোঁজামিল

০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৫:৫৬


মাথা‌পিছু আয়টা ধরা দে ভাইটা
হিসাবটা ক‌রো রোজ ডলা‌রে
ধনী‌দের জাত বেড়ে গ‌রী‌বের ভাত মে‌রে
হিস্যার জবা‌বে মা‌রো টান কলা‌রে।

থ‌তোম‌তো খে‌য়ে শে‌ষে খেক‌খেক মৃদু কে‌শে
মে‌নে নিই হিসা‌বে ভুল নেই
ভরা পে‌টের ভান ক‌রে চুপচাপ থা‌কি ড‌রে
মাথা‌পিছু হনহন বাড়‌ছেই।

দেয় তা‌লি সরকা‌রে কার আয় কার ঘা‌ড়ে
অতসব দেখার আর টাইম নাই
লু‌টেরা লু‌টে যা চে‌টেপু‌টে মু‌তে খা
সূচ‌কে বে‌ড়ে যাক গড় আয়।

মাথা‌পিছু আয়টা থে‌মে যা ভাইটা
দিন যায় গরী‌বের হাভা‌তে
গোঁজামিল হইচই বল আর ক‌তো সঅই
ম‌রি রোজ খিদার শেল আঘা‌তে।

মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:৪৭

শাহ আজিজ বলেছেন: সময়োচিত ছড়া এবং উচিত শব্দ বর্ষণ হয়েছে ।


ভাল লেগেছে ছড়া ।

০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৮:০৬

বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ জানবেন মুরুব্বি

২| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:০০

সোনাগাজী বলেছেন:


দেশের অর্থনীতি কোন নীতি মানছে না, কিছু লোকজন জোড়াতালি ইহা চালাচ্ছে

০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৮:১৫

বাকপ্রবাস বলেছেন: নীতি নির্ধারকরাও কোন নীতিতে নাই, বৈশ্বিক প্রেক্ষাপট বুঝে মেনে চলার মতো মন মানসিকতা সরকারের নেই, রেমিটেন্সই ভরসা। ওটা যেন আল্লাহর ওয়াস্তে পাওয়া। মধ্যপ্রাচ্য থেকে অধিক পরিমানে রেমিটেন্স আসে, অথচ সরকার তাদের কল্যাণে কিছুই করেনা, পার্শবর্তী দেশ থেকে মধ্যপ্রাচ্যে লোক আসে দুই আড়াই লাখ খরচে, সেটা আমাদের দেশে ৬লক্ষ্য হয়ে যায়।

৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:০০

অধীতি বলেছেন: দারুণ দারুণ।

০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৮:১৫

বাকপ্রবাস বলেছেন: ভালবাসা জানবেন অধীতি

৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৮:১৫

নজসু বলেছেন:


সামনে কি হবে আল্লাহ ভালো জানেন।

০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৮:১৬

বাকপ্রবাস বলেছেন: সামনে মাঝরাতে ভোট হবে আর বিদ্যুৎ গ্যাস এর দাম বাড়তে থাকবে

৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৮:৩৫

জুল ভার্ন বলেছেন: কবিতায় বর্তমান সমাজের বাস্তব চিত্র ফুটে উঠেছে।

০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৮:৩৮

বাকপ্রবাস বলেছেন: খুব করে ধন্যবাদ জানবেন জুল ভার্ন

৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১২:০১

নেওয়াজ আলি বলেছেন: ভিন্নমাত্রার কবিতা
বাস্তবে মিলে যায় সব-ই তা

০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:৩৯

বাকপ্রবাস বলেছেন: একারাশ ভালবাসা আলি ভাই

৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ ভোর ৪:২২

হাসান কালবৈশাখী বলেছেন:

মানুষের আয় বাড়েনি, আপনার আয় বাড়েনি?

১৫ বছরে ঢাকার ঘরভাড়া বেড়েছ ৪-৫ গুন। তাইলে ঢাকার ৩ কোটি মানুষ ঘরভাড়া দেয় কি দিয়ে, কাগজ দিয়ে?
ব্যাঙ্ক দেউলিয়া বা লস খাওয়ার গুজব ছিল সারা বছর। কিন্তু একটি ব্যাঙ্কও কর্মচারি ছাটাই করেনি বরং উচ্চ বেতনে নতুন নতুন কর্মকর্তা নিয়োগ হয়েছে হচ্ছে। স্টাফদের বেতন প্রতি বছর বৃদ্ধি হচ্ছে, ব্যাঙ্কে একেক জনের বেতন লাখটাকা ছাড়িয়ে গেছে। যাদের ৬ বছর আগে ঢাকা ছাড়ার আগে দেখে গেছি যারা ৩০ পাইতো, এখন পায় দেড়লাখ।
বিকেলে ধামমন্ডি যান উত্তরা যান নইলে পুরান ঢাকা যান বিকালে ছোট বড় রেষ্টুরেন্টের খাবারের দাম যত বেশি হোক, সিট খালি পাইবেন না, গ্যারান্টি, এত দাম বেড়ে যাওয়ার পরও এত খাবার কারা খায়? ট্যাকা কই পায়? এগুলা টাকা না কাগজ?

০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:৩৮

বাকপ্রবাস বলেছেন: দেশে শর্টকাট ধনি শ্রেণির দিকে তাকান। সম্প্রতি যারা পিয়ন কেরানি থেকে আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছে এবং যারা বেগম পাড়ায় নাম লিখিয়েছে এবং যারা পুরো ব্যাংকটায় লুটে খাচ্ছে তাদের ইনকাম এর সাথে যে কৃষক নকল সার কিনতে বাধ্য হয়েছে তার দাম পায়নি, যাদেরকে একটা সিস্টেমে ফেলে বাধ্য করে গরীব রাখা হচ্ছে এবং যারা অভুক্ত অপুষ্টিতে আছে দুটোর ধনসম্পদ যোগ করে দুই দিয়ে ভাগ করে মাথাপিছু যে আয়টা দেখানো হয় সেখানে লুটেরা আরো ধনী হয় এবং গরীবরা আরো অপুষ্টিতে ভোগে। এই পদ্য সেই সিষ্টেমকে চ্যালেন্জ করা পদ্য। আপনার উন্নয়ন নিয়ে নয়। আপনি নিশ্চিন্তে থাকেন। ভাল ভাল হোটেলে খেতে থাকেন।

৮| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: টেকসই পরিকল্পন দরকার। খাপছাড়া পরিকল্পনা ধ্বংস ডেকে আনে ।

০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৫:১৪

বাকপ্রবাস বলেছেন: আমরা পরিকল্পনা বুঝিনা, উন্নয়ন আর লুটপাট বুঝি

৯| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:৪৪

রাজীব নুর বলেছেন: পড়লাম।

০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৫:১৫

বাকপ্রবাস বলেছেন: ধন্য ধন্য, ধন্য হলাম ভাইরে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.