নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

সৈয়দ আহমেদ হাবিব

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

এ‌সো নামতা প‌ড়ি

০১ লা মার্চ, ২০২৩ বিকাল ৪:৪৬

সময় অসময়
প্রয়োজন কিংবা নিষ্প্রয়োজন
নামতা প‌ড়ো, দুই এ‌কে দুই
দুই দুগু‌ণে উন্নয়ন।

দাম বে‌ড়ে‌ছে প‌কেট ফাঁকা
মাছ বাজা‌রে ঘুর‌তে থাকা
ব্রয়লার গে‌ছে তিন‌শো পার
করার কিছু নাই‌তো আর।

কাজ একটাই নামতা পড়া
ভীশণ মিশন উদযাপন
দুই এ‌কে দুই
দুই দুগু‌ণে উন্নয়ন।

রাধ‌তে গে‌লে তেল নেই
লাল ম‌রি‌চে ঝাল নেই
এল‌সি খোলার ডলার নেই
রে‌মি‌টেন্স এর প্রিজার্ভ নেই।

জো‌টের ভো‌টে ভরসা নেই
ই‌ভিএম টাই প্রয়োজন
দুই এ‌কে দুই
দুই দুগু‌ণে উন্নয়ন।

পর‌কিয়ার উচ্ছা‌সে
প্রেমের ঘা‌টে জাহাজ আ‌সে
পুরানো প্রেম ভদকা পে‌লে
নি‌ষেধাজ্ঞার দায় হাসে।

মু‌দির দোকান বাকী খাতা
বাটখারা‌তে নাই ওজন
দুই এ‌কে দুই
দুই দুগু‌ণে উন্নয়ন।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০১ লা মার্চ, ২০২৩ বিকাল ৪:৫২

এম ডি মুসা বলেছেন: গরিবের পেট রাস্তার সুফলে ভরবে না মানব উন্নায়ন জন্য শীর্ষ নরওয়ে ফিনল্যান্ড

০১ লা মার্চ, ২০২৩ বিকাল ৫:০২

বাকপ্রবাস বলেছেন: আদানি কান্ড ভবিষ্যতে ভোগাবে, গোপন চুক্তির খবর এখন ফাস হয়ে গেল

২| ০১ লা মার্চ, ২০২৩ সন্ধ্যা ৬:২৬

সোনাগাজী বলেছেন:



ছবিটা কি আপনার? মনে হয়, বেশ ভালোই আছেন। চাবানাতে জানেন তো?

০১ লা মার্চ, ২০২৩ সন্ধ্যা ৭:৩৬

বাকপ্রবাস বলেছেন: হুম আমার ছবি, আমার বড় কন্যা তুলেছে, আমি রান্নায় মন্দ না, চা রুটি পরোটা ভাত বিরানি সব পারি

৩| ০২ রা মার্চ, ২০২৩ দুপুর ১:৩৭

রাজীব নুর বলেছেন: ছবি উপরে দেন না কেন?

০৫ ই মার্চ, ২০২৩ দুপুর ২:৩৮

বাকপ্রবাস বলেছেন: শরম লাগে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.