নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

০০

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

এ জার্ণি বাই রিকশা

১৩ ই জুলাই, ২০২৩ সকাল ৯:৪৬


প্যা‌ডেল মাইরা ‌রিকশা যায়
‌সি‌টে বসা কামাল ভাই
হা‌তের ডা‌নে থাম‌রে থাম
আইসা পড়‌ল জামাল খান।

‌ভিতর বা‌হির সেন‌সিভ
‌রি‌পোর্ট ভা‌লো নে‌গে‌টিভ
হুক ফালাইয়া টান‌রে টান
খাস্ত‌গি‌রে ছু‌টির জাম।

‌গির্জার গেই‌টে পড়ল চোখ
হাওয়ার দে‌খি উল্টা ঝোক
দীর্ঘশ্বা‌সে মন ভার
চল‌রে রিকশা চকবাজার।

‌কি‌রিং কি‌রিং ব্যাল মে‌রে
হাওয়ায় উ‌ড়ে ড্রাইভা‌রে
এক‌শো টাকার ভাং‌তি নাই
খুচ‌রো কেবল জীবনটাই।

‌তিনটা চাকা ঘুর‌তে থাক
শহর জু‌ড়ে রিকশা ঝাক।

মন্তব্য ১৫ টি রেটিং +২/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুলাই, ২০২৩ সকাল ১০:২৩

রানার ব্লগ বলেছেন: জমছে ভালো জমছে বেশ
রিক্সায় হাওয়া লাগছে বেশ

১৩ ই জুলাই, ২০২৩ সকাল ১১:১৬

বাকপ্রবাস বলেছেন: হাওয়ায় উড়ে উদাস মন
বান্ধবী আর নাই এখন

২| ১৩ ই জুলাই, ২০২৩ সকাল ১১:০০

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর

১৩ ই জুলাই, ২০২৩ সকাল ১১:১৬

বাকপ্রবাস বলেছেন: এবং আপনাকে এক ভল্ট শুভেচ্ছা

৩| ১৩ ই জুলাই, ২০২৩ সকাল ১১:০১

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: ছবিটাও তো চকবাজারের !!

তই বদ্দা বঅত দিন ফরে দেইলাম অনেরে , ক্যান আছোন ??

১৩ ই জুলাই, ২০২৩ সকাল ১১:১৭

বাকপ্রবাস বলেছেন: অফিষত বিজি তাহি, তায় হম আ্য়ই, এহন প্রোডাকশ অফ আছে কিছুদিন, তায় ব্লগত ঘুইত্তে আইলাম

৪| ১৩ ই জুলাই, ২০২৩ দুপুর ১২:২৭

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ছন্দ ভালো লেগেছে।

১৩ ই জুলাই, ২০২৩ দুপুর ১২:২৯

বাকপ্রবাস বলেছেন: এবং আপনাকে ধন্যবাদ খুব করে

৫| ১৩ ই জুলাই, ২০২৩ দুপুর ২:১০

রাজীব নুর বলেছেন: কোনোদিন রিকশা চালিয়েছেন?

১৩ ই জুলাই, ২০২৩ বিকাল ৪:৩১

বাকপ্রবাস বলেছেন: ট্রাই করেছিলাম, একপাশে চলে যায়, সোজা থাকেনা, একবার কাত হয়ে পড়েই গেলাম

৬| ১৩ ই জুলাই, ২০২৩ বিকাল ৪:৫২

আমি সাজিদ বলেছেন: বালা অইয়ি। এবেলা গুলজারত সামনে থিউয়ন এক্কানা।

১৬ ই জুলাই, ২০২৩ সকাল ১০:১৫

বাকপ্রবাস বলেছেন: তিয়াইতে তিয়াইতে ঠ্যাং দরদ গরার

৭| ১৩ ই জুলাই, ২০২৩ বিকাল ৫:১৬

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: বাহ্ খুব সুন্দর ও সাবলীলতা স্থান পেয়েছে কবিতায়। রিকসা নিয়ে ঘুরতে ভালো লাগে। তবে রাস্তায় জ্যাম থাকলে রিক্সায় জীবনটা ত্যাজপাতা মনে হয়।

১৬ ই জুলাই, ২০২৩ সকাল ১০:১৭

বাকপ্রবাস বলেছেন: জ্যামতো বুরিং লাগারই বিষয় তবে
রিকশা হলে একটা বাতাস পাওয়া যাবে
বস হলে মরণ দশা হবে

৮| ১৩ ই জুলাই, ২০২৩ রাত ৮:৩১

ফেনা বলেছেন: এই যায়গাগুলিতে আমার জীবনের বিশাল একটা সময় কেটেছে। বহু স্মৃতির অতীত ফেলে আসা আমার চট্টগ্রাম শহর।
পুরানো সব স্মৃতি মনে পড়ে গেল।
আপনাকে অনেক ধন্যবাদ।
কেমন আছেন আপনি??

১৬ ই জুলাই, ২০২৩ সকাল ১০:১৭

বাকপ্রবাস বলেছেন: আলহামদুলিল্লাহ ভাল আছি, আশা করছি আগামী কোরবানীতে দেশে যাব

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.