নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এলিট ক্লাবে হিরো আলম দিল যখন হানা
আসলো তেড়ে পোষা কুকুর আসলো বিড়াল ছানা।
কামড়ে দিল আচড়ে দিল করল মেয়াও, ঘেউ
বাঁচাও বাচাঁও আর্তচিৎকার আসলনাতো কেউ।
এলিট ক্লাবে মিসকিন এলে এটাই নিয়ম রীতি
গোমর ফাঁস হবার ভয়ে ছড়িয়ে দেয় ভীতি।
হিরো আলম পালায় বটে দমার পাত্র নয়
মারো ধরো যতো করো ছিনিয়ে আনবে জয়।
আনবে তুলে গোপন খবর দেখবে দুদিন পরে
কোথায় বসে মদের আসর বাইজি কার ঘরে।
কাদের কোলে পাপিয়ারা, ক্যাসিনো সম্রাট
খুলবে মুখোষ হিরো আলম খুলবে বল্টু নাট।
এলিট বলে কুকুর পুষে লেলিয়ে দেবে যতো
গুজিয়ে রাখো নোংরা যত প্রকাশ হবে ততো।
১৯ শে জুলাই, ২০২৩ দুপুর ১২:৪১
বাকপ্রবাস বলেছেন: শ্রদ্ধা ভালবাসা ধন্যবাদ জানবেন প্রিয়দা
২| ১৯ শে জুলাই, ২০২৩ দুপুর ১২:৩০
রাজীব নুর বলেছেন: হিরো আলম রাজনীতি থেকে সরে না দাঁড়ালে আরো মাইর খাবে। এমনকি তার জীবনও চলে যেতে পারে। এটা বঙ্গ দেশ।
১৯ শে জুলাই, ২০২৩ দুপুর ১২:৪২
বাকপ্রবাস বলেছেন: হিরু প্রত্যাশা করেনা সুস্থ্য সমাজ ও রাজনীতি, সমাজ ওর রাজনীতি অসুস্থ্য বলেই হিরোর উথান
৩| ১৯ শে জুলাই, ২০২৩ দুপুর ১২:৪০
অহরহ বলেছেন: এই বান্দরের খেলা আর দেখতে চাই না। This monkey does not belong to Dhaka 17.
১৯ শে জুলাই, ২০২৩ দুপুর ১২:৪৩
বাকপ্রবাস বলেছেন: আমরা চাইনা বান্দর মাথায় উঠুক, তবে হিংস্রতা চাইতে বান্দার বেটার, বান্দর বলে তাকে কিলানে এটা সুস্থ্যতার লক্ষণ নয়
৪| ১৯ শে জুলাই, ২০২৩ দুপুর ২:০৫
মোহামমদ কামরুজজামান বলেছেন: ছড়ার মাধ্যমে চমতকার ভাবে নির্মম সত্যটা তুলে ধরার জন্য ধন্যবাদ।
অহরহ ভাই - মানুষ মানুষই হয় বান্দর না, তা সে দেখতে-শুনতে যত খারাপ কিংবা কুৎসিতই হোক না কেন। আর কারও যে কোন দূর্বলতার কারনে তাকে হেয় করা কিংবা কোন প্রাণীর সাথে তুলনা করা তা কোন ভাল মনের পরিচয় বহন করেনা ।
অবশ্য আপনি যদি সেই থিওরীর অনুসারী হন, " মানুষ আর বান্দর এক মানুষ আগে বান্দরই আছিল" - তাইলে আর কিছু বলার নেই ভাইজান।
অন্যদিকে ভেক ধরা হায়না-শিয়ালদের থেকে বান্দর রা কিন্তু অনেক ভাল ভাই।
এই বিষয়টা একটু ভেবে দেইখেন। (রাগ কইরেন না ভাইজান)।
১৯ শে জুলাই, ২০২৩ দুপুর ২:১৩
বাকপ্রবাস বলেছেন: আরাফাতরা হিংস্র, তার চাইতে হিরোরা ভাল, অন্তত গুন্ডামি করবেনা
৫| ১৯ শে জুলাই, ২০২৩ দুপুর ২:০৯
সৈয়দ মশিউর রহমান বলেছেন: ছবিটা দারুণ হয়েছে; কথায় বলে যে, ছবি কথা কয়।
১৯ শে জুলাই, ২০২৩ দুপুর ২:১৯
বাকপ্রবাস বলেছেন: হুম, ছবিটার সবাই প্রশংসা করছে
৬| ১৯ শে জুলাই, ২০২৩ বিকাল ৫:০৪
প্রামানিক বলেছেন: ফাটাফাটি হয়েছে। হিরো আলমের আমেরিকার ভিসা পেতে আর সমস্যা হবে না।
১৯ শে জুলাই, ২০২৩ সন্ধ্যা ৬:০৯
বাকপ্রবাস বলেছেন: আমরা তাকে ইগনোর করতে চাইলেও আর পারছিনা, পুরো বিশ্ব এখন তার কথা বলছে
৭| ১৯ শে জুলাই, ২০২৩ রাত ৯:৩৫
রূপক বিধৌত সাধু বলেছেন: কিন্তু হিরো আলম বলল যে সে আর রাজনীতি করবে না।
২০ শে জুলাই, ২০২৩ সকাল ১০:০২
বাকপ্রবাস বলেছেন: শুধু রাজনীতি না, যে কোন কিছু সে যতো কম করবে ততো ভালো। ব্যাপার হল সে করছে শুধু নিজের দোষে না, পাবলিক খায় বলেইতো করে, সো দায়টা আমাদেরও
৮| ২০ শে জুলাই, ২০২৩ ভোর ৬:০৫
অহরহ বলেছেন: @ মোহামমদ কামরুজজামান : আমি বুঝতে পেরেছি আপনি একজন মুমিন মুসলমান। আদম-হাওয়া-গন্ধম, অতপর হাবিল-কাবিলের খুনাখুনি, অতপর ভাই-বোনে *** ...... এবং বাচ্চা পয়দা। নয় কী?
২০ শে জুলাই, ২০২৩ সকাল ১০:০৪
বাকপ্রবাস বলেছেন: আসলে বান্দর বলাটা ফান করে বলা, বান্দর মিন করে নয়, এখানেও পাপ হতে পারে কিন্তু সাধারণত আমরা এটাকে পাপ হিসেবে চিন্তা করিনা, তায় এটার মাঝে ধর্ম না আনলেও চলবে। কারণ যার যার পরকালিন হিসাব তারতার। হিরুর পাগলামি বাদরামি পর্যায়ে তায় বান্দর বলাটা স্বাভাবিক। ধর্ম তার হিসাব করুক। বান্দর শব্দটা আমরা সামাজিক হিসেবে ধরে নিই ধর্মিয় নয়।
৯| ২০ শে জুলাই, ২০২৩ ভোর ৬:৫১
শ্রাবণধারা বলেছেন: লেখক বলেছেন: আরাফাতরা হিংস্র, তার চাইতে হিরোরা ভাল, অন্তত গুন্ডামি করবেনা।
একদম সঠিক বলেছেন। বেহায়া-পদলেহনকারী আরেফত আর সরল স্বল্প-শিক্ষিত হিরো আলমের মধ্যে ভোট দিতে হলে আমি হিরো আলমকেই ভোট দিতাম।
২০ শে জুলাই, ২০২৩ সকাল ১০:০৬
বাকপ্রবাস বলেছেন: জ্বি। ঠিক তায়। আরাফাত এর নাম উচ্চারণ করলেও আরেকজনের নাম ভয়ে করিনি, কারণ দলটাই হিংস্র। আরাফাতদের বানাচ্ছে তাদের বা তার নাম বলতে পারছিনা ভয়ে।
১০| ২০ শে জুলাই, ২০২৩ দুপুর ১:৫৮
মোঃ মাইদুল সরকার বলেছেন:
সময়ের সঠিক কাব্য।
২০ শে জুলাই, ২০২৩ দুপুর ২:২৯
বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ জানবেন ভাইযান
১১| ২০ শে জুলাই, ২০২৩ দুপুর ২:৪২
রাজীব নুর বলেছেন: এলিট বিষ্ট নামটা আমার পছন্দ হয়েছে।
এই নামে আমি একটা দোকান দিবো।
২০ শে জুলাই, ২০২৩ সন্ধ্যা ৬:৩১
বাকপ্রবাস বলেছেন: হা হা হা এলিট এলাকায় দিলে হিরুর মতো পিটাবে
১২| ২৪ শে জুলাই, ২০২৩ সকাল ৮:২৬
সোহানী বলেছেন: কার্টুনটাতো দারুন একেঁছে।
২৫ শে জুলাই, ২০২৩ সকাল ১০:২৮
বাকপ্রবাস বলেছেন: হুম, সবাই প্রশাংসা করছে, ভয়ের কারণও আছে বেশী হিট হলে গুম করে দেয় কিনা
©somewhere in net ltd.
১| ১৯ শে জুলাই, ২০২৩ দুপুর ১২:২৭
আলমগীর সরকার লিটন বলেছেন: ক্ষমতাই সব পারে
এমনি হিরো কে মারে-
জিরো আছে- থাকবে
বুঝার কে ধাত ধারে;
চমৎকার কবি দা
ভাল থাকবেন----