নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মন চায়না খেতে, কিচেনে ফের যেতে
রাধতে আর ভাললাগেনা মোটে
ভাগ্য ওদের ভালো, ঘরে চাঁদের আলো
সময় মতো খানা এসে জোটে।
অপিষ শেষে রোজ, কী হবে আজ ভোজ!
ভাবতে ভাবতে চোখে লাগে ঘুম
থাকতো যদি কেউ, শান্ত নদীর ঢেউ
নরম গরম খাবারে ছড়িয়ে দিত ওম।
সেই কপাল কী আছে! খিদে কেবল নাচে
ঢেকুর তোলে গ্যষ্ট্রিক উঠে মেতে
তিন কন্যার মা, একবার বলল না
বিদেশে ছুড়ে দেশে চলে যেতে।
২৬ শে জুলাই, ২০২৩ সন্ধ্যা ৬:৫৯
বাকপ্রবাস বলেছেন: খুব করে ধন্যবাদ নেবেন
২| ২৬ শে জুলাই, ২০২৩ সকাল ১০:২৯
আলমগীর সরকার লিটন বলেছেন: বিদেশে গোবর ফেলবো স্বদেশে না
ভাল থাকবেন
২৬ শে জুলাই, ২০২৩ সন্ধ্যা ৬:৫৯
বাকপ্রবাস বলেছেন: দেশের গণতন্ত্রের চাইতে মধ্যপ্রাচ্যে রাজতন্ত্র বেটার
৩| ৩০ শে জুলাই, ২০২৩ বিকাল ৪:০৯
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: বাহ্ মিষ্টি একটি কবিতা। অফিস শেষে কি আর রান্না করতে ইচ্ছে হয় !!!
৩০ শে জুলাই, ২০২৩ সন্ধ্যা ৭:১৮
বাকপ্রবাস বলেছেন: আমার ক্ষেত্রে অবশ্য ভিন্ন, আমি এনজয় করি রান্না করতে
©somewhere in net ltd.
১| ২৬ শে জুলাই, ২০২৩ রাত ১:০১
রাজীব নুর বলেছেন: ভালো।