নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছাদের উপর বইক্যা আছে বইক্যা নাচে তা-ধিন-ধিন
মাঝ রাতে কেঁদে উঠে বইক্যার আছে ছেলে তিন।
এক বলে মাংস খাবে আরেক খাবে শুধুই মাছ
আরেকজনে খালি পেটে কেঁদেকেঁদে দিচ্ছে নাচ।
সকাল হতেই নাইতো ছাদে বইক্যা গেল কই
খুঁজছে মনা এদিক সেদিক ভাবছে আছে ঐ
মা বলেছে যায়না দেখা মৎকে ধরে ঘাড়
একলা একা যাসনে কোথাও দুষ্টুমিটা ছাড়।
ভর দুপুরে বইক্যা ছাদে আবার আসে রাতে
মনা তখন ঘুমিয়ে কাটায় মায়ের আচল সাথে
বইক্যার ভয়ে ঘুমায় মনা জড়িয়ে ধরে মা
মায়ের পরশ থাকলে মনার ভয় থাকে না।
/
বইক্কার ভয়ে ঘুমায় মনা
২৭ শে জুলাই, ২০২৩ দুপুর ২:৫০
বাকপ্রবাস বলেছেন: তারা কোথায় পাড়ে ডিম?
২| ২৭ শে জুলাই, ২০২৩ রাত ৯:২১
শায়মা বলেছেন: বইক্কা কি বোকা ভূত?
২৯ শে জুলাই, ২০২৩ দুপুর ১২:০২
বাকপ্রবাস বলেছেন: কী জানি, নিজেও জানিনা
৩| ২৭ শে জুলাই, ২০২৩ রাত ১১:৫৩
রাজীব নুর বলেছেন: ভালো লাগেনি।
২৯ শে জুলাই, ২০২৩ দুপুর ১২:০২
বাকপ্রবাস বলেছেন: কাইন্দালাম
৪| ৩০ শে জুলাই, ২০২৩ বিকাল ৪:০৬
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: মায়ের আচলে জড়িয়ে ঘুমালে আসলেও ভয় থাকে না। ভালো লাগলো কবিতা।
৩০ শে জুলাই, ২০২৩ সন্ধ্যা ৭:১৭
বাকপ্রবাস বলেছেন: খুন করে ধন্যবাদ নেবেন কিন্তু
©somewhere in net ltd.
১| ২৭ শে জুলাই, ২০২৩ দুপুর ১:৩২
মরুভূমির জলদস্যু বলেছেন:
- হাট্টিমাটিমটিম