নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তলে তলে কিছু হলে কে নেবে তার দায়
আমরা বাবু সাদাসিধে ওসবে কেউ নাই।
চৌধুরি বাড়ির ছেলে ভুইয়া বাড়ির মেয়ে
তলেতলে কীসব করে ছিঃ ছিতে যায় ছেয়ে।
তলেতলে ঘুষ চলে সবার আছে জানা
জজ ব্যারিষ্টার পুলিশও খায় কে করবে মানা।
তলে তলে তলানিতে সবার বিবেক বোধ
সুবোধ পেলে জুলুম করে নিচ্ছে প্রতিশোধ।
তলেতলে সদলবলে ভাড়গুলো কই যায়!
সেল্ফি তুলে বড়াই করে বীরের ভাব দেখায়।
দশের মেরে দেশের খেয়ে রিজার্ভে দেয় টান
তলে তলে ফুটো করে উন্নয়নের গান।
তলে তলে দিল্লি হয়ে ওয়াশিংটনে যাও
রং তামাশা করছ যতো সয়ে যাচ্ছি তাও।
তলে তলে কী করতে চাও সময় কিন্তু নাই
আমরা বাবু মওকা পেলে হাড় চিবিয়ে খাই।
০৫ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৫:৫২
বাকপ্রবাস বলেছেন: এবং আপনাকে খুব করে ধন্যবাদ
২| ০৫ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৫:৩৯
সোনাগাজী বলেছেন:
আপনার মেয়েরা আপনার লেখা দেখেন?
০৫ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৫:৫২
বাকপ্রবাস বলেছেন: বেশী নোংরা হলে ফেবুতে দিইনা, ফেবুরগুলো দেখে। ব্লগ এর ব্যাপারে জানেনা
৩| ০৫ ই অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৬:০৭
সোনাগাজী বলেছেন:
যেই লেখা আপনি চান না যে, আপনার মেয়েরা দেখুক, সেটা আপনি আমাদের জন্য কেন দিচ্ছেন? লেখক হিসেবে ইহা আপনার ভাবার দরকার আছে।
০৫ ই অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৬:১৭
বাকপ্রবাস বলেছেন: ওরা প্রাপ্ত বয়স্ক হলে দেখুক, এখন নয়। আমি নোংরা শব্দটা ব্যবহার করেছি আসলে নোংরা পরিবেশ প্রকাশ করতে গিয়ে আমার কিছু বাক্য এবং শব্দও নোংরা হয়ে উঠে, তায় শিশুদের কাছ থেকে এড়ানোর জন্য ফেবুতে দিইনা, ব্লগ শিশুরা ব্যাবহার করেনা, তায় ব্লগে দিই।
আর কখনো ভাববেননা আমি ব্লগকে ছোট করছি, ব্লগ আমার কাছে অনন্য একটা ব্যাপার, আমি যা লিখি সব ব্লগেই লিখি, ফেবুতে পেষ্ট করি, কিছু লিখার চিন্তা হলেই আমি ব্লগ খুলে বসে পড়ি। এটা আমার কাছে ডায়রী, আমার লেখা যা আছে সব ব্লগেই রক্ষিত, কোন এক সময় ব্লগ হারিয়ে গেলে আমার আর কোন লেখাই নিজের কাছে থাকবেনা। ব্লগ বলতে আমি এই সামু ব্লগটাই ব্যবাহার করি।
আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সামু ব্লগে আমি কখনোই ব্যান্ড হইনি এবং আমাকে নোটিশ দেবার মতো কোন ব্যাপার হয়নি আর আপনিও দেখতে পারেন, নোংরা বলতে যা বলেছি সেটা আদৌ নোংরা কিনা, আপনার মাঝেমাঝে গাইড করেন আমি সেসব মনে রাখি এবং হাবিজাবি না লেকার চেষ্টা করি
ধন্যবাদ জানবেন
৪| ০৫ ই অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৬:০৮
সোনাগাজী বলেছেন:
নোংরা হলে ফেবুতে দেন না, সামুতে দেন? এই হলো সামুর মানসম্মান?
০৫ ই অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৬:১৮
বাকপ্রবাস বলেছেন: ক্ষমা করবেন, ব্যাখ্যাটা উপরের কমেন্ট এ দিয়েছি
৫| ০৫ ই অক্টোবর, ২০২৩ রাত ৯:৪০
সোনাগাজী বলেছেন:
ছড়া/কবিতা লিখে যদি উহার জন্য ব্যাখ্যা দিতে হয়, আপনার অবস্হা ভালো নয়।
০৭ ই অক্টোবর, ২০২৩ সকাল ১০:৩৫
বাকপ্রবাস বলেছেন: দোয়ার করবেন যাতে উন্নতি হয়
৬| ০৬ ই অক্টোবর, ২০২৩ ভোর ৫:৩৯
কাঁউটাল বলেছেন: তলে তলে উহারা বাংগু খাইতেছে। ইহা আর গোপন নাই।
০৭ ই অক্টোবর, ২০২৩ সকাল ১০:৩৫
বাকপ্রবাস বলেছেন: বাংগু কী জিনিস?
৭| ০৬ ই অক্টোবর, ২০২৩ সকাল ৭:২৯
রূপক বিধৌত সাধু বলেছেন: এ ধরনের ছবি ব্যবহার করা অনাকাঙ্ক্ষিত।
০৭ ই অক্টোবর, ২০২৩ সকাল ১০:৩৭
বাকপ্রবাস বলেছেন: একটা জরিপ চালানো দরকার, এমন কার্টন প্রকাশ করা কী অনুচিত? মানুষের / ব্লগারের অভিব্যাক্তি জানতে চাই, অনুচিত হলে আমি অবশ্যই এড়িয়ে চলার পক্ষে। আপনার কমেন্ট পেয়ে আমি দ্বিধান্নিত, তায় সবার মতামত পেলে শুধরানো সহজ হবে
৮| ০৭ ই অক্টোবর, ২০২৩ দুপুর ১২:০৪
সাড়ে চুয়াত্তর বলেছেন: অশ্লীল কবিতা লিখলে ছবিটা ঠিক ছিল। কবিতাটা রুচিকর হলেও ছবিটাতে রুচির সমস্যা আছে।
০৮ ই অক্টোবর, ২০২৩ সকাল ৯:২৯
বাকপ্রবাস বলেছেন: পাল্টাইয়া দিলাম, রুচি নষ্ট করতে চাইনা
৯| ০৭ ই অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৬:৫০
সাইফুলসাইফসাই বলেছেন: সুন্দর
০৮ ই অক্টোবর, ২০২৩ সকাল ৯:২৯
বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ জানবেন সাইফুল ভাই
©somewhere in net ltd.
১| ০৫ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৫:২৯
ইসলামী জ্ঞান বলেছেন: অসাধারণ