নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চোরে বলে বাড়ছে চুরি টিকে থাকা দায়
অফিসারের বাড়ছে ভুড়ি স্পিড মানি চায়।
মজুতদারের পাচ্ছে কান্না আগুণ বাজারে
মোল্লা ঠুকে কপাল ফাটায় বাবার মাঝারে।
ডাক্তার বলে টেষ্ট রিপোর্ট আসুক আগে তবে
রোগী বলে কী দরকার অষুধ দিলেই হবে।
মেয়র বলে বৃষ্টি হলে রাস্তা হবে খাল
কিছুই আর করার নাই কথায় একটু ঝাল।
নেতা বলে সব সমাধান হবে ভোটের পরে
কথা দিন ব্যালটে সিল দেবেন বাকশো ভরে।
আশায় আশায় যাচ্ছে দিন মাসের শেষ দিকে
ধার কর্যে পরছে টান নয়তো জীবন ফিকে।
০৮ ই অক্টোবর, ২০২৩ দুপুর ২:৩৪
বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ জানবেন লিটনদা, আমার লেখা অশ্লিল, অনেকেই লজ্জা পায়, ওদিকে গাজী মুরুব্বি বলেছে বেশী করে পানি খেতে, তায় পানি খেয়ে লিখেছি
২| ০৮ ই অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:০০
ডঃ এম এ আলী বলেছেন:
অর্থ সংকোচন নীতি আর নিতিসুদ স্ফিতি আসতেছে দিন কয়েকের মাঝে
বুঝবে সকলেই টকসো, রাজনীতি আর আর্থনীতির মারপ্যাচ কেমন সাজে!
০৮ ই অক্টোবর, ২০২৩ রাত ৮:১৪
বাকপ্রবাস বলেছেন: বেসরকারী প্রফিডেন্ট ফান্ড এর উপর ২৭% টেক্স বসিয়ে এক প্রকার জুলুম করা হচ্ছে, অথচ সরকারী কর্মচারীরা এই টেক্স এর আওতমুক্ত। এটা মানবাধীকার লংঘন এবং সংবিধান লংঘন
৩| ০৯ ই অক্টোবর, ২০২৩ রাত ১২:৫৬
রাজীব নুর বলেছেন: মন্দ নয়।
০৯ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৪:৫৩
বাকপ্রবাস বলেছেন: নগদে ধন্যবাদ
৪| ০৯ ই অক্টোবর, ২০২৩ রাত ৩:৩০
জগতারন বলেছেন:
ভালো লাগলো কবিতা।
লাইক দিলাম,
০৯ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৪:৫৩
বাকপ্রবাস বলেছেন: খুব করে ধন্যবাদ জানবেন
©somewhere in net ltd.
১| ০৮ ই অক্টোবর, ২০২৩ দুপুর ১২:৫৬
আলমগীর সরকার লিটন বলেছেন: বাহ খুব সুন্দর অন্তমিল চমৎকার
ভাল থাকবেন