নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

০০

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

পোড়া মন

১৫ ই অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:৩৪


আ‌মি জে‌নেই দি‌য়ে‌ছি ডুব
তোমার দুটানা মন
আ‌মি সবই জানতাম
যা হ‌চ্ছে এখন।

তবুও রে‌খে‌ছি হাত আগু‌ণে
ভে‌সে‌ছে মন ফাগু‌নে
য‌দিও তা অল্প
তারপর অন্য গল্প
তারপর সময় গে‌ছে পা‌ল্টে ‌
যেমন তেমন
আ‌মি সবই জানতাম
যা হ‌চ্ছে এখন।

বৃ‌ষ্টি হ‌চ্ছে
জানালা দি‌য়ে দেখ কা‌র্ণিশে
দু'টো কাক পাশাপা‌শি ভেজা শরী‌র
উষ্ণতা ছড়া‌চ্ছে কেমন
কী‌ তুমুল আ‌লোড়ন ছড়া‌য়ে গে‌ছে মন
আ‌মি সবই জানতাম
যা হ‌চ্ছে এখন।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৫ ই অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:৫৭

সোনাগাজী বলেছেন:



যাক, অবশেষে একটি সুস্হ অনুভুতির আবেশ।

১৫ ই অক্টোবর, ২০২৩ রাত ৮:০৪

বাকপ্রবাস বলেছেন: অঞ্জনার কান্নাটা দেখেছেন? ওসব নিয়ে আর লিখছিনা

২| ১৬ ই অক্টোবর, ২০২৩ রাত ১:১৮

রাজীব নুর বলেছেন: ভালো লিখেছেন।

১৬ ই অক্টোবর, ২০২৩ দুপুর ২:২২

বাকপ্রবাস বলেছেন: অনেকদিন পর আপনার ভাল লাগা হা হা হা

৩| ১৬ ই অক্টোবর, ২০২৩ রাত ৩:১৫

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: কয়েকবার পড়লাম, পড়তে বেশ ভাল লাগছে।
সরল সহজ প্রকাশ।

১৬ ই অক্টোবর, ২০২৩ দুপুর ২:২৩

বাকপ্রবাস বলেছেন: এবং আপনারক ধন্যবাদ খুব করে

৪| ২৫ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৫৩

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: সুন্দর কবিতাটা আবার পড়তে এলাম।
নতুন একটা উপলব্ধি হল। প্রতি দুই লাইনকে এক লাইনে পড়লে পুরো কবিতাটাই আরো ভাল লাগছে।
আপনি হয়ত প্রতি লাইনে থামাতে চেয়ে লিখেছেন,
আমার না থেমে বেশি ভাল লাগছে। এটা কিন্তু পাঠক হিসেবে আমার অধিকার বলতে পারেন। হে হে

২৫ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:৪৩

বাকপ্রবাস বলেছেন: আমি আসলে গানের আদলে লেখার চেষ্টা করেছি। আপনার ভাল লাগার প্রতি শ্রদ্ধা অশেষ। পাঠকই সব, পাঠক যেভাবে ইচ্ছে ভেঙ্গেচুড়ে পড়বে এবং এটাতে আমার সম্মতি। দ্বিতিয়বার এসেছেন তাতে উৎফুল্ল আমার মন। এই কাজটা বেশী করে রাজীব নুর ভাই, ওনি ঘুরেফিরে দেখেন পাঠক এর অনুভুতি কেমন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.