নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি হঠাৎ করে নাই হয়ে যায় ভালবাসার পাত্র
ভয় পেয়না সামলে নিও অযাচিত আতঙ্ক
আমারওতো ভয় হয় এসিড পোড়া গাত্র
এক জীবনে মিল কী হয় সব হিসেবের অঙ্ক।
যদি মন বসে যায় অন্য কোথাও অন্য কোন কারন
ভুল বোঝনা ভুল সময়ে ভুলতো হতেই পারে
যুক্তিবিদ্যার ধার ধারেনা মনের ব্যাকরণ
জলের কণায় সূর্য খেলে রংধনু বলে তারে।
কী আনন্দে পথ বেঁকে যায় দিগন্ত রেখায়
সন্ধ্যার পাখিরা জানে সংসার কারে বলে
আর হবেনা ভূমিকম্প হঠাৎ কোথাও দেখায়
মহুয়ার পরশ মেখে বসন্ত যায় চলে।
২৬ শে অক্টোবর, ২০২৩ দুপুর ১২:০৮
বাকপ্রবাস বলেছেন: এবং আপনাকেও অশেষ ধন্যবাদ
২| ২৬ শে অক্টোবর, ২০২৩ দুপুর ১২:০৮
অর্ক বলেছেন: ভালো লাগলো ভাই। কোমল লেখা। শুভেচ্ছা থাকলো।
২৬ শে অক্টোবর, ২০২৩ দুপুর ১২:১৮
বাকপ্রবাস বলেছেন: খুব করে ধন্যবাদ জানবেন অর্ক ভাই
৩| ২৬ শে অক্টোবর, ২০২৩ দুপুর ১২:৪৪
সোনাগাজী বলেছেন:
কবির কি ঋতু জ্ঞান নেই? বসন্তের ( নতুন পাতা ) পর আসে গ্রীস্ম ( আসল সবুজ ), ইহার পর বর্ষা ( বাংলাদেশে ); তারপর শরৎ/হেমন্ত; হেমন্তের শেষে পাতা ঝরে ( শুকনো পাতা ); শুকনো পাতা শীতকে ডেকে আনে। কবিতা শুরু শব্দের খেলা নয়, উহাকে সঠিক ধারণার বাহক হতে হবে।
২৬ শে অক্টোবর, ২০২৩ দুপুর ২:৪২
বাকপ্রবাস বলেছেন: আপনার ভাষাটা মচেৎকার
এটা অনেক বড় ভুল ছিল, মেজজা বিগরাবেরই কথা
ভাষা ঠিক রেখে ভুল ধরিয়ে দেবেন। আমি জানি আমার সিমাবদ্ধতা
ধন্যবাদ
৪| ২৬ শে অক্টোবর, ২০২৩ দুপুর ১:৩৮
রাজীব নুর বলেছেন: বেকে শব্দটাতে চন্দ্রবিন্দু বসবে।
২৬ শে অক্টোবর, ২০২৩ দুপুর ২:৪৩
বাকপ্রবাস বলেছেন: অ ভাই অশেষ ধন্যবাদ জানবেন
৫| ২৬ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৪:০৭
মোঃ মাইদুল সরকার বলেছেন:
সুন্দর।
সোনাগাজী- যে কোন সময় যে কোন কাব্য কবিরা লিখতে পারেন-সেটার তো সীমাবন্ধতা নেই।
২৬ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৪:৪৫
বাকপ্রবাস বলেছেন: সমালোচনা লেখার মান বাড়ায়, কিন্তু সেটার সাথে তুচ্ছতা মিসৃত অহম যুক্ত থাকলে সমালোচনাটাই সমালোচিত হয়ে উঠে।
ধন্যবাদ জানবেন মাইদুল ভাই
৬| ২৬ শে অক্টোবর, ২০২৩ রাত ৮:৫৭
মরুভূমির জলদস্যু বলেছেন:
মহুয়ার পরশ মেখে বসন্ত যায় চলে।
বাহ!! চমৎকার।
২৮ শে অক্টোবর, ২০২৩ সকাল ১০:৩১
বাকপ্রবাস বলেছেন: চরম ধন্যবাদ লইবেন জলদস্যু
©somewhere in net ltd.
১| ২৬ শে অক্টোবর, ২০২৩ সকাল ১১:৫১
আলমগীর সরকার লিটন বলেছেন: শেষ বসন্তের ঝরা পাতার শুভেচ্ছা জানাই
ভাল থাকবেন