নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

০০

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

সূর্যদয়

০২ রা নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৫৩


তরতরিয়ে স্বপ্ন দেখাও তলতলিয়ে যাচ্ছে
দেশটা আমার খুটখুঁটিয়ে ভেঙ্গে কারা খাচ্ছে
আগুণ পোড়া বাস, পিকেটারের লাশ
মরা লাশটা থেতলে আবার ওরা কারা নাচছে?

দিনকি এমন যাবে লুটেপুটে খাবে
হামলা মামলায় চোখ রাঙ্গিয়ে জুলুম করে যাবে
চোখটা মেলে দেখো অতীত থেকে শেখো
পাচ্ছনাকী টের প্রতিবাদের জের, হাওয়া বদলে যাচ্ছে।

ঘরছাড়া ফের দামাল ছেলে ফিরছে আবার ঘরে
আর কতকাল পিঠ বাঁচিয়ে থাকবে ভয়ে ডরে
লড়বে আবার লড়বে দেশটা আবার গড়বে
মুটে- মজুর সঙ্গে নিয়ে বিদ্রোহের গান গাচ্ছে।

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০২ রা নভেম্বর, ২০২৩ দুপুর ১:২০

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে সমসাময়িক কবিতা

০২ রা নভেম্বর, ২০২৩ দুপুর ১:৩৫

বাকপ্রবাস বলেছেন: ভয় ভয় ভয়
কখন কীযে হয়

২| ০২ রা নভেম্বর, ২০২৩ বিকাল ৩:০৫

রাজীব নুর বলেছেন: দেশে ছাত্রলীগকে অফ করে দিলেই অনেক সমস্যার সমাধান হয়ে যাবে।

০২ রা নভেম্বর, ২০২৩ বিকাল ৪:৫০

বাকপ্রবাস বলেছেন: হবেনা, ছাত্ররাজনীতিটাই অফ করতে হবে, ছাত্ররা লেখাপড়া ইস্যুতে নাই, গুন্ডামিতে আছে

৩| ০২ রা নভেম্বর, ২০২৩ বিকাল ৩:১৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
দারুন ছন্দময়।

০২ রা নভেম্বর, ২০২৩ বিকাল ৪:৫৩

বাকপ্রবাস বলেছেন: হুম, আপনার রান্নার রেসিপির মতো হা হা হা

৪| ০২ রা নভেম্বর, ২০২৩ বিকাল ৩:৪৬

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: দারুণ হয়েছে ।

এটাকে ছড়া বলব না কবিতা বলব তা জানি না । তবে এটা অবশ্যই লিখার মত লিখা হয়েছে । যেখানে আমজনতার কথা উঠে এসেছে !!

০২ রা নভেম্বর, ২০২৩ বিকাল ৪:৫৪

বাকপ্রবাস বলেছেন: কিছুটা গানের মতো লেখা, ধন্যবাদ জানবেন খুব করে

৫| ০৩ রা নভেম্বর, ২০২৩ বিকাল ৩:২০

রাজীব নুর বলেছেন: আমার মন্তব্যের উত্তর দেওয়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।

০৪ ঠা নভেম্বর, ২০২৩ দুপুর ২:০৮

বাকপ্রবাস বলেছেন: এবং আপনাকেও

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.