নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

সৈয়দ আহমেদ হাবিব

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

না খাওয়ার রেসিপি

০৪ ঠা নভেম্বর, ২০২৩ দুপুর ২:১৬


না খাওয়ার রেসিপিটা ভেরি মাচ ইজি
খাওয়ার সময় থাকতে হবে টু মাচ বিজি
খিদে লেগে মরে যাবে বেচে যাবে মানি
ঠিক তখনি এক ঢোক গিলে নেবেন পানি।

সাত সকালে ভাংলে ঘুম লেইট করে উঠুন
নাওয়া খাওয়ার সময় নেই ভোঁ দৌড় ছুটুন
চাকরী কিংবা ব্যাবসা, মনটা বাড়ান কাজে
এক চক্কর ঘুমিয়ে নিন লাঞ্চ আওয়ার ভাজে।

সকাল গেল দুপুর গেলে বিকেলটাও যাক
সন্ধ্যে হলে বাজার যাবার দারুণ হাকডাক
বাজার সেরে ফিরলে ঘরে তেজ দেখান ভারি
বাড়তি দামের হিসেব করে সরকারে দিন ঝারি।

না খেয়ে ঘুমিয়ে পড়ুন, খাবনা আজ বলে
খেয়াল রাখুন গ্যাষ্ট্রিক যেন, না আসে আবার চলে
অষুধটাও পাশে রাখুন খাবার কী দরকার
না খাওয়ার রেসিপিটা কবে দেবে সরকার!

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা নভেম্বর, ২০২৩ বিকাল ৩:১৪

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আপনি সব সময় সমসাময়িক বিষয় নিয়ে দারুণ সব ছড়া লিখে থাকেন । আপনাকে এইজন্য সাধুবাদ কখনও জানানো হয়নি । আপনি সত্যিই ব্রিলিয়ান্ট , গণমানুষের অনেক কথা আপনি তুলে আনেন বিশেষ করে মধ্যবিত্ত শ্রেণীর মানুষদের কথা আপনি তুলে আনেন । এটা সত্যিই সাধুবাদ জানাবার মত বিষয় !!

গতবারের মত এটাও দারুণ ! ভালো থাকবেন বাকপ্রবাস । আল্লাহ আপনার ছড়া লিখাতে আরও যশ দিক !!

০৪ ঠা নভেম্বর, ২০২৩ বিকাল ৪:৩৮

বাকপ্রবাস বলেছেন: আন্তরিক ধন্যবাদ জানবেন প্রিয়

২| ০৪ ঠা নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:০৩

:) :) :) :) :) বলেছেন:

০৪ ঠা নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৩৭

বাকপ্রবাস বলেছেন: খুব কইরা ধন্যবাদ লইবেন কিন্তু

৩| ০৪ ঠা নভেম্বর, ২০২৩ রাত ৮:৩২

রাজীব নুর বলেছেন: বেশ।

০৪ ঠা নভেম্বর, ২০২৩ রাত ৮:৪২

বাকপ্রবাস বলেছেন: তবে, এই রেসিপি পেটের বারোটা বাজিয়ে ছাড়বে

৪| ০৪ ঠা নভেম্বর, ২০২৩ রাত ৯:৩৫

ঢাবিয়ান বলেছেন: না খেয়ে হয়ত কেউ নাই। তবে তিন বেলার খাবার অনেকেই খেতে পারছে না।

০৫ ই নভেম্বর, ২০২৩ সকাল ১১:৩৩

বাকপ্রবাস বলেছেন: দেশ উন্নত হোক, উন্নয়ন হোক, তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে, সাধারণ এর খাবারগুলো সহজলভ্য কিনা, তাদের নিত্য দিনের আহার্য বিষয়গুলো যেন আলাদাভাবে দেখে সরকার।

৫| ০৪ ঠা নভেম্বর, ২০২৩ রাত ১০:৫৯

জিনাত নাজিয়া বলেছেন: আসলেই না খাওয়ার রেসিপি টা আমাদের মধ্যবিত্তদের জন্য খুব জরুরি। আমারা না পারি হাত পাততে,না পারি ইচ্ছেমতো খরচ করতে। কবিতা অসাধারণ লেগেছে। কবিকে ধধন্যবাদ।

০৫ ই নভেম্বর, ২০২৩ সকাল ১১:৩৪

বাকপ্রবাস বলেছেন: অনেক রেসিপিতো দিচ্ছে, কিভাবে সংরক্ষণ করবে, কোনটা খাবে, কোনটাতে স্বস্তা হবে, না খাওয়ার রিসিপিটাই বাকি আছে

৬| ০৫ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৩৪

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: তবে, এই রেসিপি পেটের বারোটা বাজিয়ে ছাড়বে

ইদানিং আমার খুব বেশি ক্ষুধা লাগে। এবং অনেক খাই। কারনটা কি?

০৫ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৪৯

বাকপ্রবাস বলেছেন: কারণ ভাল। ক্ষুধা লাগাটাই ভাল। না লাগলেই সমস্যা। ঘণঘণ খাবেন। ঘণঘণ মুতা আসলেই প্রবলেম। না হলে ঠিক আছে, খেতে থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.