নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোর মনে কী চায়
চা খাবি না কফি?
তোর ভাবটা কেন এমন
না শেউফ না কবি!
তোর বয়স কত হল
না জোয়ান না বুড়ো
আধাপাকা চুলে
লাগাও মেহেদি গুড়ো।
তোর লক্ষ্যটা কী বল
না ব্যাবসা না জব
কোনটা হবে তোকে দিয়ে
বলতো শুনি সব।
আমড়া কাঠের ঢেকি
কিংবা মাকাল ফল
কোনটা পেলে লুফে নিবি
সেটাই নাহয় বল।
০২ রা ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:২৭
বাকপ্রবাস বলেছেন: হুম আমি, অপিষ এর টি রুম। আমি ফান করে ছবি তুলে ছড়াতে সাটিয়ে দিলাম
২| ০২ রা ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৪৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
একি বলেন, ছিহ!
মাকালও না, ঢেঁকিও না
সত্যিটা বলছি-
আপনি অনেক ভালো লেখেন
অনেক মজাদার-
আপনি হলেন কবি এবং প্রিয় ছড়াকার
০২ রা ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:১৮
বাকপ্রবাস বলেছেন:
চাঁদ উঠেছে ফুল ফুটেছে গন্ধে সারা মন
আপনি এমন কমেন্ট করলেন যখন
৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:৪০
রাজীব নুর বলেছেন: আমার মন্তব্যের উত্তর দেওয়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।
০৪ ঠা ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৩০
বাকপ্রবাস বলেছেন: একটা ইউটিউব পেইজও খুলেছি রান্না বিষয়ক কিন্তু সময় অভাবে পোষ্ট করা হয়না, ভিডিও বানানো, এডিট করা অনেক ঝাক্কি
©somewhere in net ltd.
১| ০২ রা ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:৪৩
রাজীব নুর বলেছেন: ছবিতে আপনি?
এটা কি আপনার কিচেন?