নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

০০

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

গ‌দির উপর য‌দির মা

০৭ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:৪৪


চাই‌ছি আমি নাও বিদায় চাই‌ছো তু‌মি থাক‌তে
আমার‌তো আর সাধ্য নেই তোমায় ধ‌রে রাখ‌তে।

চালগুলো সব খাওয়া হল চু‌লোটাই কেবল বা‌কি
তবুও তোমার টালবাহানা আর কিছু‌দিন থা‌কি।

ধারক‌র্যে চল‌তে গি‌য়ে খা‌চ্ছি হোঁচট য‌তো
তবুও থাকার গো ধ‌রে‌ছো নির্লজ্বের ম‌তো।

কী মজা পাও খে‌তে আমায় এমন ক‌রে চু‌ষে!
যা‌বে না‌কি? ঘাড় ধাক্কা‌বো উঠ‌ছি কিন্তু ফোঁসে।

যা বল‌ছি হতচ্ছাড়ি অন্য কোথাও যা
স‌হ্যেরও‌তো সীমা আ‌ছে আর পার‌ছিনা।

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:৫০

রানার ব্লগ বলেছেন: ধরুন আসছে যে
চাচ্ছেন যাকে
সে যে খাবে না
বিশ্বাস কি তাকে ?

০৭ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:১৫

বাকপ্রবাস বলেছেন: এগুলো সব ঠূনকো বুদ্ধি ঝেড়ে ফেলুন আগে
কে আসবে সুষ্ঠু ভোটে আস্থা রাখুন ভাগে
যেই আসুক চেপে ধরুন নিয়ম মানা চাই
যা খেয়েছ ভুলে যাও নইলে দেবেন ঘাই

২| ০৭ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:৩৩

আলমগীর সরকার লিটন বলেছেন: অনেক কিছু বুঝা যাচ্ছে বটে
মাতাল হাওয়া নয় ত খাটে--------------

০৭ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:৩৯

বাকপ্রবাস বলেছেন: গদির মজা একবার পেলে ছাড়তে চায়না মন
ছাড়তে বললে তেড়ে আসে কী করি এখন

৩| ০৭ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৪৯

বিজন রয় বলেছেন: গদির মধু একবার যে পায় যে আর ছাড়তে চায় না।
ঘাড় ধরে বিদায় দেয়া না পর্যন্ত।

০৭ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৫৯

বাকপ্রবাস বলেছেন: বিদায় করলেও আরেকজন আসবে তাকেও নামাতে হবে, এসব থামাতে আমাদের রাজনীতির মানটা একটু বাড়াতে হবে, শুধু নির্বাচন নয়, আমাদের সারা বছর সজাগ এবং আন্দোলন করতে হবে রাষ্ট্রের অন্যান্য প্রতিষ্ঠানগুলো যেন ঠিকমতো চলে, অশিক্ষত সব লোক সংসদে যাবার জন্য লাইন ধরছে অথচ ওরা জানেনা সংসদে গিয়ে ওদের কাজ কী? দেশের জন্য আইন তৈরী করবে অথচ জানেনা সংবিধান কী? তায় সেখানে গিয়ে গান বাধে আর সবাই মিলে শুনে।

৪| ০৭ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৮:০২

বিজন রয় বলেছেন: অশিক্ষত সব লোক সংসদে যাবার জন্য লাইন ধরছে অথচ ওরা জানেনা সংসদে গিয়ে ওদের কাজ কী? দেশের জন্য আইন তৈরী করবে অথচ জানেনা সংবিধান কী?

............ এই বিষয়টি আমাদের জন্য একটি বিরাট সমস্যা।

০৭ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৮:১৮

বাকপ্রবাস বলেছেন: রাজনীতিটা শিখতে হবে, একজন শিক্ষিত লোক মানে এই নয়যে, সে রাজনীতিতে শিক্ষিত, রাজনীতি শিক্ষা এটা ভিন্ন বিষয়, একজন ডাক্তার বা প্রক্যেশলি তার বিষয়ে এক্সপার্ট হতে পারে কিন্তু সে যখন রাজনীতিতে আসবে একটা নিয়ম ফলো করে আসবে, রাজনীতির ন্যুনতম জ্ঞন শিক্ষা নিয়ে আসবে, সেটাতো অনেক পরের বিষয়, অশিক্ষিতরাই দাপট দেখাচ্ছে যেন। আমরা একটা কথা বলি যেটা হলো শিক্ষিত লোক রাজনীতিতে আসতে হবে, আমরা শিক্ষিত লোক বলতে যে কোন বিষয়ে শিক্ষিত, সেটা একটা ভুল ধারণা। প্রত্যেককে রাজনীতি বিষয়ে শিক্ষা নিয়ে আসতে হবে, ধরুণ আপনি সামাজিক উন্নয়ন বিষয়ক কিছুতে জড়িত, এবার রাজনীতিতে আসুন, সে বিষয়ে কাজ করুন, কথা বলুন। যে রাজনীতিতে আসবে কোন বিষয় নিয়ে আসবে সেটাও দেখতে হবে, টাকাপয়সা আছে, নমিনেশন কিনে নিয়ে ঢুকে গেলে ভারসাম্য আর থাকেনা। দূর্নিতি সেখানে থেকেই ঢুকবে। আর এখনতো উপদেষ্টা আর টেকনো্ক্রেট মানে ডাবল পাসপোর্ট, সরকার ক্ষমতায় থাকলে এসে মধু খাবে, সরকার গেলে তারতো পাসপোর্ট আছে চলে যাবে, জনগণ ও দেশের প্রতি কোন দায়বদ্ধতা থাকলনা।

৫| ০৭ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১০:২৪

রূপক বিধৌত সাধু বলেছেন: নিজে থেকে চলে যাওয়ার নজির এ দেশে নেই। জোর করে থাকতে পারাও এখানে একটা 'রাজনৈতিক যোগ্যতা'। যিনি আছেন, তিনি জানেন তিনি সেধে চলে গেলে আরেকটা ২১ আগস্ট আসতে সময় লাগবে না।

০৭ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১১:৪৩

বাকপ্রবাস বলেছেন: ক্ষমতায় থাকারতো একটা তরিকা থাকতে হবে, নাকি তারও দরকার নাই, কোন স্টাইলে থাকতে চাচ্ছেন, গণতান্ত্রিক পদ্ধতি হলে ভোট নিরপেক্ষ হতে হবে, সবাইকে স্পেইস দিতে হবে
চীন রাশিয়া স্টাইল হলে সেটাও বলে দেন। পদ্ধতিটা ঘোষণা করে দিলে সবার জন্য ইজি হয়

৬| ০৭ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১১:৩৫

আঁধারের যুবরাজ বলেছেন: রূপক বিধৌত সাধু বলেছেন:আরেকটা ২১ আগস্ট আসতে সময় লাগবে না।
"History repeats itself" ! "৭৫" দেশকে কয়েক দশক পিছিয়ে দিয়েছে। পুনরাবৃত্তি হলে ,দেশ অন্ধকারে ডুববে।

০৭ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১১:৪৪

বাকপ্রবাস বলেছেন: ৭৫ আবার আসুক সেটা কারো কাম্য নয়, কোন পদ্ধতিতে দেশ চলবে সেটা বলে দিলে ভাল হয়, তাহলে জনগণ সেভাবে প্রস্তুত করে নিবে নিজেদের

৭| ০৯ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:২১

রাজীব নুর বলেছেন: ভালো।

১০ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:০৮

বাকপ্রবাস বলেছেন: স্বপ্নে দেখি ফুল ফুটেছে আমার বাগিচায়
ফুলে ফুলে প্রজাপতির মেলা
মুগ্ধ বাতাস মদির সন্ধ্যা বেলা
আমার স্বপ্নগুলো সত্যি হয়ে যায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.