নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

০০

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

এখন আমি কী করিব?

১০ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:৫৭


সামু ব্লগ ওপেন করে বিজ্ঞাপনের ভারে আমি নতজানু হয়ে পড়ছি দিনের পর দিন। আজকে ষোল কলা পূর্ণ হল। এতদিন ছিল ডানে বামে উপরে নিচে সব বিজ্ঞাপন, আজকে দেখি চোখের সামনে মনিটরের তিনভাগের দুইভাগ জুড়ে বিজ্ঞাপন, যেটা সরানো যাচ্ছেনা। উপরে নিচে ট্রল করলে বিজ্ঞাপন থেকে যা্চ্ছে আমি স্পেস পাচ্ছিনা দেখার। এখন বুঝতে পারছি প্রাক্তনের জ্বালা। লেগে থাকলে কী পরিমান বিরক্ত হতে হয়। তার উত্তরণ কিভাবে হয়েছে, কিভাবে সে সামলে নিয়ে থিতু হয়েছে তাতো এখন জানা সম্ভব নয়। এদিকে আমিতো আর সইতে পারছিনা, কী করা যায় পরামর্শ চাইছি।

মন্তব্য ২৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১০ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:০০

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: বিজ্ঞাপন না থাকলে ব্লগ চালানোর খরচ উঠবে কেমনে?

১০ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:০৮

বাকপ্রবাস বলেছেন: বিজ্ঞাপন বন্ধ করার জন্য বলছিনা, এ্যাডটা সরছিলনা, তায় উপায় জানতে চাইছিলাম। ব্লগ ক্লোজ করে আবার ইন হলাম এখন দেখলাম সরেছে, আশেপাশে থাকুক। এ্যাডই ব্লগ টিকিয়ে রাখবে, সমর্থন শতভাগ।

২| ১০ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:০৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



আপনি এডব্লকার ব্যবহার করে দেখতে পারেন।

১০ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:০৮

বাকপ্রবাস বলেছেন: বিষয়টা জানিনা, দেখি ঘেটেঘুটে

৩| ১০ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:১৭

অপু তানভীর বলেছেন: এই পোস্টে গিয়ে দেখতে পারেন । এই এডব্লকার ক্রোমে এড করে নিন । তাহলে আশা করি ব্রাউজারে আর কোন এড আসবে না । ইউটিউবের জন্য হলেও এটা সব ওয়েব সাইটের জন্য কাজ করে ।
এছাড়া আপনি সরাসরি ব্রেভ ব্রাউজার ব্যবহার করতে পারেন । সেখানে ডিফল্ট ভাবেই এই সব এড ব্লক করে দেয় !

১০ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৪৩

বাকপ্রবাস বলেছেন: ভেরি মাচ থেংকু অপু তানভীর বদ্দা

৪| ১০ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৪৬

আলমগীর সরকার লিটন বলেছেন: বিজ্ঞাপন ছাড়া ত চলেই না

১০ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:২৬

বাকপ্রবাস বলেছেন: হা হা হা হা বিজ্ঞাপন আছে বলেই ফুড আপ্পিরা মাসে ১০ লাখ নিয়ে শান্তিতে আছে

৫| ১০ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:০৪

জুন বলেছেন: ইদানীং শুধু সামু না, সব পত্রিকাই বিজ্ঞাপনের আড়ালে মুখ লুকিয়ে থাকে।

১০ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:২১

বাকপ্রবাস বলেছেন: সামুতে একটু বেশী। বিরক্ত হইনা, বিজ্ঞাপন এর জন্য ব্লগ এর উপকার হলে স্বাগতম

৬| ১০ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:১৪

আফলাতুন হায়দার চৌধুরী বলেছেন: এটা ভালো খবর। বেশী এ্যাড দেখে বুঝতে পারি সামু ব্লগ ব্যস্ত, এখানে ব্যবহারকারীদের আনাগোনা বেশী। যত বেশী পদাচরণা তত বেশী এ্যাড। Well done somewhereinblog.net!

১০ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:২৩

বাকপ্রবাস বলেছেন: স্বাগতম হে বিজ্ঞাপন স্বাগতম, বিজ্ঞাপন এর জন্য সামু লাভবান হলে ভালই, যে ভাবেই হোক ব্লগ চাঙ্গা চাই

৭| ১০ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:২৮

নাহল তরকারি বলেছেন: আমি আমেরিকান ভিপিএন ব্যাবহার করি। যাতে আমাদের ব্লগ বেশী রেভিনিও পায়।

১০ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:২৩

বাকপ্রবাস বলেছেন: ভিপিএন শুনি কখনো ব্যবাহার করিনি, এখানে সওদি আরবে নিষিদ্ধ। তায় চেষ্টা ও করিনি

৮| ১০ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:৩১

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আমি ব্লক করে রেখেছি।

১০ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৩১

বাকপ্রবাস বলেছেন: ওটাই সমাধান

৯| ১০ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:১৬

প্রামানিক বলেছেন: বিজ্ঞাপনের বিরোধীতা করবো না ডিস্টার্ব কম হলেই খুশি হবো

১০ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৩২

বাকপ্রবাস বলেছেন: জ্বি, আজকে দেখলাম পুরো মনিটর দখল করে আছে, সরাতে পারছিলামনা, ওমনটা হলে একটু অসুবিধা হয়

১০| ১০ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৫৭

আরোগ্য বলেছেন: মোবাইল থেকে এড ব্লকের কোন ব্যবস্থা আছে কি? যেসব এড আসে কেউ দেখলে লজ্জায় পড়তে হবে।

১০ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৮:৪৭

বাকপ্রবাস বলেছেন: =p~ =p~ =p~

১১| ১০ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৮:৩২

নজসু বলেছেন:


সামু প্রিমিয়াম ব্যবহার করেন। :)
বিজ্ঞাপনমুক্ত ব্লগিং করুন। :D

তবে, ভাই ব্রাউজারে এড ব্লকার যুক্ত করলে ইউটিউবে এডব্লকার ব্যবহার করা ঠিক হবে না।
ইউটিউবে কোন এড ব্লকার ব্যবহার করলে তিনবারের বার ইউটিউব আপনাকেই বরং ব্লক করে দেবে। :-B
একটু সতর্ক থাকবেন।

১০ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৮:৪৯

বাকপ্রবাস বলেছেন: এই জন্য আমি ব্লক করিনি, আমারও মনে হয়েছিল এটা ইউটিউবে ইফেক্ট করবে, আমার নিজেরও একটা টিইব আইডি আছে রান্না বিষয়ক, যদিও প্রাথমিক পর্যায়ে আছে

১২| ১০ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১০:৩৮

বিজন রয় বলেছেন: আমিও এই কথাটি নিয়ে পোস্টে দিতে চেয়েছিলাম। কিন্তু আপনি দিয়েছেন, তাই আমার আর দেওয়ার দরকার নেই।
আশাকরি বিষয়টির সমাধান হয়েছে, হবে।

১১ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:১৫

বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ ভাইজান, আমি চাইনা বিজ্ঞাপন বন্ধ হোক, আমাদের একটু প্রবলেম হলেও বিজ্ঞাপনের পক্ষপাতি, শুধুমাত্র মনিটর আড়াল করে কাজ করতে না দিলে তখন একটু বেশী প্রবলেম হয়ে যায়

১৩| ১১ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:২৬

রাজীব নুর বলেছেন: একমাত্র আয়ের পথ হচ্ছে বিজ্ঞান। তাই বিজ্ঞাপনের দরকার আছে।

১১ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:০৭

বাকপ্রবাস বলেছেন: জি, আমি এটার বিপক্ষে না। বিজ্ঞাপন ছাড়া ব্লগ চলবেনা, তায় এটার স্বপক্ষে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.