নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্নে দেখি ফুল ফুটেছে আমার বাগিচায়
ফুলে ফুলে প্রজাপতির মেলা
মুগ্ধ বাতাস মদির সন্ধ্যা বেলা
আমার স্বপ্নগুলো সত্যি হয়ে যায়।
তালের পাতায় ঝুলছে বাবুই ঘর
সেই হাওয়াতে দোলছে দোদল দোল
ঘরের ভেতর দুইটা পাখির উষ্ণতা মশগুল
আমার মনে ধূ ধূ বালির চর।
বলছি মনে একটু দাঁড়াও বললে তুমি যাই
আর এলেনা আর এলেনা বাড়ল হৃদয় ঝড়
শংকা পুষে যাও হারিয়ে স্বপ্নেও আসা ডর
আমার স্বপ্নগুলো সত্যি হয়ে যায়।
১২ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৩১
বাকপ্রবাস বলেছেন: দুই কেজি পেঁয়াজের দামের সমপরিমাণ ধন্যবাদ জানবেন দাদা
২| ১২ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:২৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর
১২ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৩২
বাকপ্রবাস বলেছেন: অ আপু ধন্যবাদ লইবেন খুব করে
৩| ১২ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:৪৮
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: সত্যি মিষ্টি একটি কবিতা লিখে ফেলেছেন। দারুন-দারুন-দারুনস ---------- মন ভরে গেল
১২ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:১৫
বাকপ্রবাস বলেছেন: শীতের সকালের মিষ্টি রোদের মতো ধন্যবাদ নেবেন আপু
৪| ১২ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:৩৮
রাজীব নুর বলেছেন: সুন্দর হয়েছে।
১২ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:০০
বাকপ্রবাস বলেছেন: এবং আপনাকে ধন্যবাদ খুব করে
©somewhere in net ltd.
১| ১২ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:১৪
আলমগীর সরকার লিটন বলেছেন: বাহ সুন্দর এক গীতি কবিতা
ভাল থাকবেন-----------