নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

০০

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

স্মৃতির ভেলা

১৪ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:০৮


তুমি বললে যাই
দিলাম বিদায়
তখনো ছিল মুখে হাসি
তখনো আমার জানা ছিলনা
কতটুকু ভালবাসি।

কতকিছু মনে পড়ে যায়
এতো স্মৃতি সমুখে দাঁড়ায়
জানিনা কোথায় কেমন আছো
আজও আমি জলে ভাসি।
তখনো আমার জানা ছিলনা
কতটুকু ভালবাসি।।

জোয়ারে ভাসায়, ভাটায় টানে
মাঝি বাঁচে ভাটির গানে
কেবল টানে স্মৃতির সাগর
ডুবে ডুবে আবার ভাসি।
তখনো আমার জানা ছিলনা
কতটুকু ভালবাসি।।


মন্তব্য ১০ টি রেটিং +৬/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৪ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:২০

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর হয়েছে

১৪ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৩২

বাকপ্রবাস বলেছেন: অনেক ধন্যবাদ জানবেন ছবিপা

২| ১৪ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:১০

আলমগীর সরকার লিটন বলেছেন: সুন্দর সুর কণ্ঠ হলে আর সুন্দর লাগবে

১৪ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:৩৪

বাকপ্রবাস বলেছেন: মাঝের মধ্যে মনে হয়, গিটার পিয়ানো টাইপ কিছু একটা শিখি

৩| ১৪ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:১২

রাজীব নুর বলেছেন: সুন্দর হয়েছে।

১৪ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:৩৫

বাকপ্রবাস বলেছেন: এবং ধন্যবাদ জানবেন খুব করে

৪| ১৪ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:০৩

প্রামানিক বলেছেন: ভালো লাগল। ধন্যবাদ

১৪ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:০৯

বাকপ্রবাস বলেছেন: শ্রদ্ধা জানবেন বড়ভাই

৫| ১৫ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:৩১

জুন বলেছেন: বিবাহ বার্ষিকী হয়ে থাকলে আপনাদের দুজনের জন্য আন্তরিক শুভকামনা রইলো। কবিতাটি সুন্দর বাকপ্রবাস ।
+

১৬ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:৫১

বাকপ্রবাস বলেছেন: কারে বোঝাবো মনের দুঃখগো, বুক চিড়িয়া, অন্তরেতে তুষের আগুণ জ্বলে রইয়া রইয়া।

কন্যার মা এর নিষেধাজ্ঞা প্রেমের কবিতা লেখা যাবেনা, তায় এই কবিতা ব্লগে প্রকাশ করা হল, ব্লগে কন্যার মা এর উপস্থিতি নাই, ফেইসবুকে আছে, তায় ফেবুতে দিতে পারিনাই। একজনে চালায় দেশ, আরেকজন চালায় ঘর, দুঃখে আর বাঁচিনা......

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.