|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
 
বদ ছেলে পড়ালেখায় ফাঁকি দিয়ে চলে
সারাক্ষণ দুষ্টামিতে মাতে নানান ছলে।
এইম ইন লাইফ নাই, নাই কোন ভীষণ
হেসেখেলে দিন পার, হলেই সফল মিশন।
বন্যায় ত্রাণ দেয়, আগুণে দেয় পানি
বিপদে আপদে সে এগিয়ে আসে জানি।
ভাল ছেলে ভাল তায় লেখাপড়ায় মন
নিয়ম নীতি মেনে সে, চলে সারাক্ষণ।
ধুলোবালি এড়িয়ে থাকে ফিটফাট
নক কাটে, চুল কাটে জেন্টালম্যান ছাট।
বড় হয়ে বাড়ি গাড়ি করে বড় জব
তাকে নিয়ে সকলে করে কলরব।
বদ ছেলে জনসেবা করে দিয়ে প্রাণ
ভাল ছেলে কলমে মেরে খায় দান।
লোকে যারে ভাল ভাবে, ভাল সে নয়
আপন ভাল ত্যাগি হলেই ভাল সে হয়।
ভাল ছেলে ভাল হওয়া কঠিন ব্যাপার 
নিয়মের ব্যত্যয় হওয়া সাধ্য নেই তার।
 ১০ টি
    	১০ টি    	 +১/-০
    	+১/-০  ২৬ শে ডিসেম্বর, ২০২৩  সকাল ১১:০০
২৬ শে ডিসেম্বর, ২০২৩  সকাল ১১:০০
বাকপ্রবাস বলেছেন: বদ............................. ভালর লক্ষণ দেখছিনা
২|  ২৬ শে ডিসেম্বর, ২০২৩  সকাল ১১:০৩
২৬ শে ডিসেম্বর, ২০২৩  সকাল ১১:০৩
বিজন রয় বলেছেন: হা হা ঠিক বলেছেন, আমি তো বাংলাদেশের প্রতিনিধি!
খুব তাড়াতাড়ি উত্তর দিলেন!!
আপনার কবিতা বা ছড়া অনেক ভাল লাগছে ইদানিং।
  ২৬ শে ডিসেম্বর, ২০২৩  সকাল ১১:২০
২৬ শে ডিসেম্বর, ২০২৩  সকাল ১১:২০
বাকপ্রবাস বলেছেন: দুইজন এর ভয়ে দেখেশুনে লিখি, একজন হলেন রাজিব নুর ভাই, তিনি এসে যখন বলেন ভাল হয়নাই তখন ভয় লাগে, আরেকজন সোনাগাজি নানা, ওনার মন্তব্য পেটে মোচড় দিয়ে উঠে, তায় আলতুফালতু কম লিখছি
৩|  ২৬ শে ডিসেম্বর, ২০২৩  দুপুর ১২:৪২
২৬ শে ডিসেম্বর, ২০২৩  দুপুর ১২:৪২
সাইফুলসাইফসাই বলেছেন: চমৎকার!
  ২৬ শে ডিসেম্বর, ২০২৩  দুপুর ১:৫৯
২৬ শে ডিসেম্বর, ২০২৩  দুপুর ১:৫৯
বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ নেবেন সাইফুল সাইফ সাই ভাই
৪|  ২৬ শে ডিসেম্বর, ২০২৩  দুপুর ২:২২
২৬ শে ডিসেম্বর, ২০২৩  দুপুর ২:২২
আলমগীর সরকার লিটন বলেছেন: সুন্দর এক ভাবনা
  ২৬ শে ডিসেম্বর, ২০২৩  দুপুর ২:২৭
২৬ শে ডিসেম্বর, ২০২৩  দুপুর ২:২৭
বাকপ্রবাস বলেছেন: নগদে ধন্যবাদ নেবেন লিটন ভাই
৫|  ২৬ শে ডিসেম্বর, ২০২৩  বিকাল ৪:৪৬
২৬ শে ডিসেম্বর, ২০২৩  বিকাল ৪:৪৬
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।
  ২৬ শে ডিসেম্বর, ২০২৩  বিকাল ৫:১৯
২৬ শে ডিসেম্বর, ২০২৩  বিকাল ৫:১৯
বাকপ্রবাস বলেছেন: এবং আপনাকে মন্দ ছেলের পক্ষ থেকে ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ২৬ শে ডিসেম্বর, ২০২৩  সকাল ১০:৫৯
২৬ শে ডিসেম্বর, ২০২৩  সকাল ১০:৫৯
বিজন রয় বলেছেন: অনেক অনেক সুন্দর!
বলুনতো আমি বদ না ভাল!!