নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শেরজা তপন ভাই "আমাদের ক্যান্টিন," নামক পোষ্টে মন্তব্য করেছিলাম, ওনার প্রতিউত্তরে এই ছড়া বা পদ্যটা লিখলাম।
-
তোমার জন্য দিনে জাগি
রাতের ঘুমটাও যাচ্ছে ছাড়ি
রাশান নারী।
কোন কাজে মন বসেনা
রুচির পাইনা তল
কেমন যেন মন মগজে
পাইনা কোন বল।
ভাবছি তোমায় কেমন মানায়
বেনারশি শাড়ি
রাশান নারী।
কৃষক আমি ভাবনা চাষী
তোমায় ভেবে হই উদাসি
আগুণ নিয়ে খেলছি যেন
যাচ্ছে পুড়ে হাড়ি
মন বুঝেনা, মন মানেনা
ভীষণ বাড়াবাড়ি।
রাশান নারী।।
জানি আমার নাইযে বাড়ি
ন্যুনতম লাডা গাড়ি
চুলের সাথে পাকছে দাড়ি
মাংস খেলে ফুলছে মাড়ি
চাও যদি ভিসা ছাড়ায়
তোমার দেশে দেব পাড়ি।
রাশান নারী।।
২৭ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:৩২
বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ নিবেন ভাইযান, বড়ই ধন্যবাদ
২| ২৭ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:১৯
ঘুম ভাঙ্গা শহরে বলেছেন: Fantastic
২৭ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:৩৩
বাকপ্রবাস বলেছেন: হ, রাশান নারী মানেই ফেনতাসটিক
৩| ২৭ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:২৮
মহাজাগতিক চিন্তা বলেছেন: ঠিক আছে
২৭ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:৩৪
বাকপ্রবাস বলেছেন: জ্বী, এবার একটা সনেট হয়ে যাবে, রাশান নারী নিয়ে হা হা হা
ধন্যবাদ নেবেন মুরুব্বি
৪| ২৭ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:৩৬
আলমগীর সরকার লিটন বলেছেন: খুব সুন্দর সুর আছে-------------
২৭ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:৪৭
বাকপ্রবাস বলেছেন: নগদে ধন্যবাদ লইবেন ভাইযান
৫| ২৭ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:৪৬
গেঁয়ো ভূত বলেছেন: রাশান নারী!
পরবে শাড়ি?
খাবে পচা তাড়ি?
যদি রাঁধতে নারো,
খাবে ঝাঁটার বারি।
২৭ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:৪৭
বাকপ্রবাস বলেছেন: তাও খেতে পারি যদি মেলে রাশান নারী
৬| ২৭ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:২৮
গেঁয়ো ভূত বলেছেন: লেখক বলেছেন: তাও খেতে পারি যদি মেলে রাশান নারী
আরে নাহ ভাই, আপনারে ঝাঁটা দিমু ক্যা? ঝাঁটা তো শেরজার ক্যান্টিনে রাধুনীদের জন্য।
২৭ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৪৮
বাকপ্রবাস বলেছেন: হা হা হা হা শেরজা দা, রাশান নারীর মনষ্পট কল্পনা করে করে সেসব খিচুড়ি গলধকরন করে চলেছেন
৭| ২৭ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:০৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
রাশান নারীরা তো ভালো সুন্দরী। রাশান রান্নাবান্নার এই দশা কেন, বুঝতে আরছি না
যাই হোক, ছড়া সুন্দর হয়েছে।
২৭ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:১৫
বাকপ্রবাস বলেছেন: রূপসীরা রান্নায় ভাল না হওয়ারই কথা
৮| ২৭ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:৫২
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: আপনি তো বৈদেশ থাকেন। রাশিয়ায় পাড়ি দেবেন না কি?
২৭ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:৩১
বাকপ্রবাস বলেছেন: রাশিয়ায় রুটি রুজির অবস্থা ভালনা, কোন সুন্দরী ডাকলে ভিন্ন কথা, তবে এই কবিতা ঘরনী পাইলে খবর আছে, সেই ভয়ে ফেবুতে দিইনাই, প্রেমের কবিতা লিখা নিষেধ।
৯| ২৭ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:০৫
রাজীব নুর বলেছেন: বাকপ্রবাস আপনি প্রতিভাবান মানুষ।
২৭ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:৩১
বাকপ্রবাস বলেছেন: লজ্বা পাইলাম
১০| ২৭ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:০৫
স্বর্ণবন্ধন বলেছেন: রাশান নারীকে নিয়ে বেশ লিখেছেন তো। বাংলাদেশে এখন অবশ্য রুপপূরে অনেক রাশান আছেন।
২৭ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:০৭
বাকপ্রবাস বলেছেন: হুমম, সেখানে রাশান পাড়া হয়ে গেছে
১১| ২৭ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:২১
শেরজা তপন বলেছেন: সারাদিন বড্ড ক্যাচালে ছিলাম! তারপরে নেটে গণ্ডগোল - আপনার কবিতা এই সবে নজরে এল!
জব্বর লিখেছেন। বেনারসি শাড়ি পড়া রাশান নারীর ছবি ছিল তো আমার কাছে- খুঁজে দেখব আপনার জন্য।
যাইয়েন না ভাই- ওইটা 'কামরূপ কামাখ্যা'
২৭ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৮:৩৮
বাকপ্রবাস বলেছেন: হা হা হা হা
©somewhere in net ltd.
১| ২৭ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:৫৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বড়ই সৌন্দর্য।