নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

সৈয়দ আহমেদ হাবিব

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

চিল্লাইয়া বলে ঠিক কিনা!!

২৮ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:১৯

.

.
আমি চিল্লাই, বল কিল্লাই
বাঁধা দাও আমারে
আমি চিল্লাই, জানো কিল্লাই?
আগুণ জ্বলে বাজারে।

আমি চিল্লাই, কেন চিল্লাই?
কানে দাও তালা
কেন দাও, বলে যাও
কেন ডাকো শালা?

আমি চিল্লাই, জোরে চিল্লাই
মাথা ধরে ঝিম
বুঝিনা তায়, কেন বেড়ে যায়
মাথা পিছু ঋণ।

আমি চিল্লাই আরো চিল্লাই
সেটাই আমার কাজ
কে করে লুট, কারা এক জোট
বলে যাও আজ।

আমি চিল্লাই, যত চিল্লাই
কাজ হবেনা জানি
সামান্য বর্ষায় কেন ডুবে যায়
নগর তলে যায় পানি।

আমি চিল্লাই, শুধু চিল্লাই
গলা যায় ফেটে
টাকার মান কমে কেন
বাড়ে, কল মানি রেটে।

আমি চিল্লাই, তবু চিল্লাই
কান ভারি তোমার
যত চিল্লাই কাজ হবেনা
মন নেই শোনার।

ঠিক আছে, ঠিক আছে
রইলাম এবার চুপ
তবুও যদি জাগে একটু
অন্ধ বধির বোধ।

মন্তব্য ১৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৮ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:৫৮

আলমগীর সরকার লিটন বলেছেন: এখন আর চিল্লালে
কাজ হবে না
বিল্লাতে যেতে হবে
তবু বোধ জাগে!

২৮ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:২৫

বাকপ্রবাস বলেছেন: আর চিল্লামুনা, গলা ভেঙ্গে গেছে চিল্লাতে চিল্লাতে, চিল্লায় গিয়ে ধ্যান করব

২| ২৮ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:০৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


আফসোস!

২৮ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:২৫

বাকপ্রবাস বলেছেন: হ, আফসোস, বড়ই আফসোস

৩| ২৮ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:৩৪

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: অন্ধ বধিরদের বোধ জেগে উঠুক।
তাই বলে থামলে কিন্তু হবে না, চিল্লাতে হবে।

শুভকামনা।

২৯ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৩০

বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ জানবেন আপু,

হুম, প্রচুর চিল্লাতে হবে =p~

৪| ২৮ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৫১

রূপক বিধৌত সাধু বলেছেন: হঠাৎ ডিম দরকার। গেলাম পাশের মুদি দোকানে। দুটো ডিম নিয়ে টাকা দিলাম, রাখল ২৫। জিগ্যেস করলাম, হালি কত? বলল, ৪৮। চিল্লিয়ে বললাম, কত? ৩ টাকা কমিয়ে বলল, ৪৫। জিগ্যেস করলাম, কত ফেরত দিলে? সে আরও ২ টাকা ফেরত দিল। আদতে ডিমের হালি এখন ৪০। যে যার মতো কামিয়ে নিচ্ছে।

২৯ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৩১

বাকপ্রবাস বলেছেন: দারুণ কমেন্ট।

প্রচুর চিল্লাতে হবে, আরো চিল্লাতে হবে

৫| ২৮ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:৫৯

রাজীব নুর বলেছেন: চিল্লাইয়া বলেন টাইপ হুজুরদের মাথা কামায়া ন্যাংটা করে রোদের মধ্যে রেখে দেওয়া দরকার।

২৯ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৩২

বাকপ্রবাস বলেছেন: হা হা, তখন আরো চিল্লাবে, বলবে ষরিষার তেল মেখে দাও, গোসল করব

৬| ২৮ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:৩০

প্রামানিক বলেছেন: হাবুরাম চিল্লায়
ঘুষি দিল কিল্লায়

২৯ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৩৩

বাকপ্রবাস বলেছেন: আরো একটা ঘুষি খেয়ে
চলে গিল চিল্লায়

৭| ২৮ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:৩৮

নজসু বলেছেন:


ছবি প্রাপ্তিঃ গুগল।

২৯ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৩৪

বাকপ্রবাস বলেছেন: ঢেলে দিই?

৮| ২৮ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:১৩

পবন সরকার বলেছেন: হা হা খুব মজার ছড়া।

২৯ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৩৪

বাকপ্রবাস বলেছেন: পবন সরকার চিল্লানো দরকার

৯| ২৯ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৮:৩৬

সোহানী বলেছেন: যে যত চিল্লাবে সে তত ক্ষমতাবান। তাই সবাই কারনে অকারনে চিল্লায় B:-/

২৯ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৩৫

বাকপ্রবাস বলেছেন: চিল্লানি কেউ দাবাইয়া রাখতা পারবানা

ধন্য নেবেন আপু

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.