নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যাবেই যখন যাও তবে কী আর হবে
সামনে পাহাড়, খোঁড়া পায়ে সামলে নেব
ভাটার টানে টানছে যখন যাও তবে
চাও যদি আকাশটাকে সঙ্গে দেব।
সন্ধ্যে হলে সেইতো এখন সঙ্গী আমার
ধবল মেঘের পাশ কাটিয়ে চাঁদটা দেখি
দেখতে দেখতে ভাবনার জাল বুনি আবার
ধার আলোতে সেওকী তবে শুধুই মেকি?
আরো দূরে হাজার তারা যায়তো দেখা
দিনের আলোয় যায়না বুঝা অবস্থান
তারা কাছেই এখন আমার পাঠ্য শেখা
ভালবাসার পিদিম এর হয়না মরন, গোরস্তান।
০৬ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১:১৩
বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ জানবেন দাদা
২| ০৬ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৫৬
বিজন রয় বলেছেন: প্রথম স্তবকে অনেক বিপদকে পিছন ফেলে সামনে চলার আমা পেলাম।
শেষ স্তবকে তারই পরিণতি।
এরকম একটু সাহস পাবার কবিতা হলে ভাল হয়।
সবাই শুধু দঃখের কবিতা লেখে!
০৬ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১:১৪
বাকপ্রবাস বলেছেন: চেষ্টা করছি আমফাম কম লিখে, একটু ভাল ডেলিভারি দেবার
৩| ০৬ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:০১
প্রামানিক বলেছেন: সুন্দর কবিতা, অনেক ভালো লাগল।
০৬ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১:১৪
বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ জানবেন মুরুব্বি
৪| ০৬ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৩৮
রোকসানা লেইস বলেছেন: ভালো লাগল
০৬ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:০৩
বাকপ্রবাস বলেছেন: খুব করে ধন্যবাদ জানবেন আপু
৫| ০৬ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৩৭
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।
০৬ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৩৩
বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ জানবেন সেলিম আনোয়ার ভাই
৬| ০৭ ই জানুয়ারি, ২০২৪ ভোর ৪:৫০
রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: কবিতা ভালো লেগেছে
০৭ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৫২
বাকপ্রবাস বলেছেন: নগদে ধন্যবাদ রইল
৭| ০৮ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৩৪
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।
০৮ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১:৪৩
বাকপ্রবাস বলেছেন: এবং আপনাকে ধন্যবাদ খুব করে
৮| ০৯ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৯:২৪
নাইমুল ইসলাম বলেছেন: দারুণ লিখেছেন। ভালো লাগল পড়ে।
০৯ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৯:৫৩
বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ জানবেন নইমুল ইসলাম ভাই
©somewhere in net ltd.
১| ০৬ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৫৪
নয়ন বড়ুয়া বলেছেন: চমৎকার। শুভ সকাল।