নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জ্বর হলে আমি বেশামাল,
স্মৃতিগুলো সব পঙ্গপাল।
উড়ে এসে আত্মহুতি আগুনে,
ভেসে বেড়াই ফাগুনে।
ভুলে যাই দাঁড়ি, কমা, সেমি,
আবার হয়ে উঠি প্রেমি।
যদিও না আবার ফিরে চাই,
তবুও ভাবনার কোনো পথ নাই।
এসে দাঁড়াও, কেন আসো?
উত্তাপে হাসো, কেন হাসো?
জ্বর চলে গেলেই ছুড়ে ফেলি সব,
আমার অক্ষমতা আর অনুভব।
মিশে যাই কর্মকোলাহল ব্যস্ততায়,
ছুড়ে ফেলি চরম অস্থিরতায়।
কেটে যাবে কাল মহাকাল,
জ্বর হলেই আমি বেশামাল।
১১ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১০:২০
বাকপ্রবাস বলেছেন: ভাল লাগছে আমার কবিতা কেউ কেউ পড়ে এবং ভাল লাগে শুনলে। আসলে আমি কবিতা সংরক্ষণ করিনা, যা লিখি সামু ব্লগেই দিয়ে দিই আর ফেইসবুকে। ওখানে যেমনটা থাকে। সামু ব্লগে চলে গেলে আমার সব লিখাও হয়তো থাকবেনা। সামু ব্লগ যেন আমার নিত্য দিনের ডায়রী। আপনার প্রত্যাশা অন্যভাবে রাখার চেষ্টা করব, ভাল কবিতা লিখার চেষ্টা করব, পুরোনো লিখা খুঁজতে অনেক সময় যাবে কিন্তু আমার অপিষ কাজ ব্যাস্ততা তায় পেছনে ফিরে কম তাকাই। আবারো ধন্যবাদ জানিয়ে রাখলাম।
২| ১১ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১১:১৭
সাইফুলসাইফসাই বলেছেন: জ্বর হলে আমিও বেশামাল হয়ে পড়ি
১১ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:১৩
বাকপ্রবাস বলেছেন: হা হা হা
৩| ১১ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:০২
ডি এইচ তুহিন বলেছেন: খুব সুন্দর লিখেছেন, জ্বরে বেশামাল কি না জানি না কিন্তু প্রেমে আমি বেশামাল।
১১ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:১৩
বাকপ্রবাস বলেছেন: বেশামালই প্রেমানন্দ
©somewhere in net ltd.
১| ১১ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১০:০৬
বিষাদ সময় বলেছেন: ভাল লিখেছেন। অনেকদিন আগে আপনি একটা কবিতা দিয়েছিলেন নাম মনে নেই তবে শেষ লাইনে রং হেডেড বাচাল শব্দগুলি ছিল। ভাল একটি কবিতা ছিল। কবিতাটি রিপোস্ট করতে পারেন মনে হয় এখন ভাল পাঠক প্রতিক্রিয়া পাবেন।