![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবিতা লেখা নিষেধ, সে জানে না,
কেমন করে কবিতা হয়।
কবিতা মানে তার কাছে
এক অজানা আতঙ্ক আর ভয়।
আমারও আর লেখা হয় না,
অলিখিত চুক্তিনামা, গচ্ছিত জ্বালা
তার শাসন আর অনুরোধ,
কীবোর্ডে লেখা যাবেনা শব্দমালা।
একা থাকা নিষেধ, সে বোঝে না,
হস্তরেখার দাগ বদলে যেতে চায়।
সে বোঝে কেবল একা থাকার মানে
কবিতা হয়ে যায়।
কবিতা লেখা নিষেধ, আর একা থাকা,
সে থাকবে পাশে, মুছে দেবে হস্তরেখা।
সে বলেছে, চায় না কিছু, কেবল কবিতা,
যদি ছেড়ে দাও, যা চাইবে, পাবে সবই তা।
১২ ই জানুয়ারি, ২০২৫ সকাল ৯:২৯
বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ নেবেন ভাইযান
২| ১২ ই জানুয়ারি, ২০২৫ সকাল ৯:৩৫
জুল ভার্ন বলেছেন: কী সুন্দর করে লিখেছেন!
১২ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১১:১৩
বাকপ্রবাস বলেছেন: আহা, খুব করে ধন্যবাদ জানবেন কিন্তু
৩| ১২ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৪:৪৬
রাজীব নুর বলেছেন: অলস লোকদের কামকাজ হচ্ছে কবিতা লেখা।
১৩ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৪:৩৮
বাকপ্রবাস বলেছেন: কবিতা লিখে কেউ জেলে যায় কেউ প্লট পায়
৪| ১২ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৫:৪৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর।
রানু হলো করিৎকর্মা
সবজায়গাতেই লেদায়
১৩ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৪:৩৮
বাকপ্রবাস বলেছেন: রানুর একনায়কত্ব মানিনা মানবনা
©somewhere in net ltd.
১|
১২ ই জানুয়ারি, ২০২৫ সকাল ৯:২৭
আলমগীর সরকার লিটন বলেছেন: চমৎকার ভাবনাময়