নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বড় ভাইয়ার এটা তৃতীয় কবিতার বই। প্রথমটা ছিল "অবলীলাদের বাড়ি" দ্বিতীয়টা সম্ভবত "অনৈতিহাসের লোকগান" এবং এটা তৃতীয়...প্রবাসে আছি তায় বই পেতে দেরী হবে, হাতে থাকলে রিভিও দেয়া যেত। তবে এই বইটা সম্পূর্ণ ফিলিস্তিন বিষয়ক এবং সেখানে একটা দেশ ও জাতির সংগ্রাম এর ধরণ তার সাথে ইসলাম ও ঈমাণ কী করে তাদের সংগ্রামের হাতিয়ার হয়ে উঠে আর ফিলিস্তিনের মায়েরা তাদের সন্তানদের কিভাবে সংগ্রামে যাবার জন্য তৈরী করে এসব বিষয় উঠে আসবে।
একুশে বইমেলায় প্রকাশিত হচ্ছে কবি সৈয়দ আহমদ শামীমের কবিতার বই ‘প্রতিটি জলপাই গাছ স্মৃতি ফিরে পাবে’
এবারের অমর একুশে বইমেলায় প্রকাশিত হতে যাচ্ছে কবি সৈয়দ আহমদ শামীমের নতুন কবিতার বই ‘প্রতিটি জলপাই গাছ স্মৃতি ফিরে পাবে’। নব্বই দশকের অন্যতম কবি সৈয়দ আহমদ শামীম। ১৯৭১ সালে দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ইলশা গ্রামে কবির জন্ম। দীর্ঘদিন কবিতা রচনা করলেও ‘প্রতিটি জলপাই গাছ স্মৃতি ফিরে পাবে’ কবির তৃতীয় কাব্যগ্রন্থ। এর আগে ২০০১ সালে প্রকাশিত হয়েছিল ‘অবলীলাদের বাড়ি’ ও ২০১২ সালে ‘অনেতিহাসের লোকগান’।
‘প্রতিটি জলপাই গাছ স্মৃতি ফিরে পাবে’ বইটি প্রকাশ করছে দেশের অন্যতম প্রকাশনা প্রতিষ্ঠান ‘ঘাসফুল’। প্রচ্ছদ করেছেন কাজী ওয়ালি উল্লাহ।
বইটির প্রচ্ছদ মূল্য রাখা হয়েছে ১৯৫ টাকা। ইতোমধ্যে রকমারিসহ দেশের বিভিন্ন অনলাইন শপে ছাড়মূল্যে বইটির প্রি-অর্ডার নেওয়া শুরু হয়েছে।
সৈয়দ আহমদ শামীম কবি হিসেবে অধিক পরিচিত হলেও পেশায় একজন শিক্ষক। তার কবিতার ভাষা নান্দনিক ও প্রাঞ্জল, যা পাঠকদের হৃদয়ে গভীর প্রভাব ফেলে। ধর্ম, রাজনীতি, প্রেম, প্রকৃতি এবং সমাজচেতনা—এ সবই তার কবিতার মূল উপজীব্য।
‘প্রতিটি জলপাই গাছ স্মৃতি ফিরে পাবে’ এর সবগুলো কবিতাই মাজলুম প্যালেস্টাইনের স্বাধীনতা সংগ্রামে পক্ষে কবির আহাজারি।
সৈয়দ আহমদ শামীম বলেন- মুসলমান ইতিহাস যাত্রায় কলেমা পাঠ করে প্রবেশ করে। নবী মুহাম্মদ সা. এর পায়ে পায়ে মক্কায় পৌঁছে, হিজরত করে যায় প্রাচীন ইয়াসরিবে। জিরোয় এবং বিপুল বিচিত্র হিজরত পথে জগত ও অনেতিহাসের অধ্যাত্ম নুড়ি সঞ্চয় করে। অতঃপর প্যালেস্টাইন।
প্যালেস্টাইন আল্লাহর এক অপরিমেয় কৃপা। এর পথ সর্বোত্তম ত্যাগ, উচ্চ সাহসের সাথে জড়িত। জগতের সত্য আর মিথ্যার বিভেদ রেখা এখানে স্পষ্ট প্রতীয়মান। এখানে এসে হৃদয় উপলব্ধি করে মানুষের সত্যযাত্রা আকসার বিজয়ের সাথে অঙ্গীকার আবদ্ধ। পৃথিবীর আর জনপদে শিশুর জন্ম হয়, এখানের মা’রা বীর জন্ম দেন। একটি ছোট জনপদ আর তার ক্ষুদ্র বীর জনগোষ্ঠী দুনিয়ার সমূহ পরাশক্তি আর কোটি নেফাক সত্তার হিংস্রতার বিরুদ্ধে যে প্রতিরোধ আর বিজয় রচনা করে আকসার মহিমাকে আল্লাহ ও রাসুলের প্রতিশ্রুতির বন্দরে নিয়ে যায় প্রতিদিন প্রতি ফোঁটা পবিত্র রক্তে, সরল হৃদয় শ্রদ্ধায় বিস্ময়ে অকূল অধ্যাত্ম আনন্দে হারিয়ে যায়! কবিদের মন এই ইতিহাসের পরম গৌরব তার তুচ্ছ ভাষায় ধরে রাখে নিজের কল্যাণে।
বাংলা কবিতা যৌনমনোপর বৈষ্ণব বিঘোর পার হয়ে ইহপরকালীনের সত্য ভাষায় পাল উড়িয়েছে বহুকাল। সেই স্রোত শ্রুতির স্বচ্ছ পানিতে প্রবাহিত ‘প্রতিটি জলপাই গাছ স্মৃতি ফিরে পাবে’।
এছাড়াও সৈয়দ আহমদ শামীমের কবিতায় পাঠকরা এমন এক অনুভূতি খুঁজে পাবেন, যা তাদের মনে নিজের কথা বলার মতো এক অনুভব সৃষ্টি করে। তার লেখায় প্রেম, দ্রোহ, এবং সামাজিক নিপীড়ন-অবিচারের প্রতি গভীর প্রতিবাদ পাওয়া যায়। তার কবিতার ভাষায় এক মিহি সুরের মূর্ছনা রয়েছে, যা পাঠককে আকৃষ্ট করে এবং অস্তিত্বের গভীর আহ্বান তুলে ধরে।
বইয়ের বিবরণ:
বই: প্রতিটি জলপাই গাছ স্মৃতি ফিরে পাবে
লেখক: সৈয়দ আহমদ শামীম
ধরন: কবিতা
প্রকাশক: ঘাসফুল
প্রচ্ছদ: কাজী ওয়ালি উল্লাহ
প্রচ্ছদ মূল্য: ১৯৫ টাকা
©somewhere in net ltd.
১| ২২ শে জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:২৭
এম ডি মুসা বলেছেন: ও আচ্ছা