নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

সৈয়দ আহমেদ হাবিব

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

মন ব‌লে তোমা‌কে চাই

২৩ শে জানুয়ারি, ২০২৫ রাত ১১:৪৮

আ‌মি ব‌লি‌নি আমা‌কেই তু‌মি ভালবাস
আ‌মি চাই কেবল আমা‌কেই ভালবাস
কিন্তু আ‌মি যেটা ব‌লি‌নি সেটা আমি চাই
আ‌মি কেবল না বলা কথাটাই শুনা‌তে চাই।

তু‌মি বল‌নি তোমার ভাল লাগার বিষয়াব‌লি
তোমার কেবল যাবার তাড়া, 'এবার ত‌বে চ‌লি'
সাড়া দি‌য়ে এ‌ড়ি‌য়ে যাওয়া সেটাও ভাল লা‌গে
কোথাও যেন সুখ লু‌কি‌য়ে আ‌ছে আমার ভা‌গে।

তোমার কা‌ছে প্রেম আ‌ছে দেবার এবং নেবার
সেটা আ‌মি বুঝ‌তে পা‌রি কিন্তু ধর‌তে পা‌রিনা আর
তোমার চঞ্চল মন কী যেন খুঁ‌জে ম‌রে অন‌্য কোথাও
ত‌বে যাও, যেখা‌নেই যাও যেভা‌বে পাও সুখ খুঁজে নাও।

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৪ শে জানুয়ারি, ২০২৫ সকাল ৯:৩৫

নজসু বলেছেন:






আপনার এই কবিতার সব কথার শেষ কথা-

তুমি সুখ যদি নাহি পাও,
যাও, সুখের সন্ধানে যাও,
আমি তোমারে পেয়েছি হৃদয়মাঝে,
আর কিছু নাহি চাই গো।

কি ঠিক বললাম কি? নাকি ভ্রান্তি রয়ে গেলো আমার?

আপনার কাছে ব্যঙ্গ-রঙ্গ ছড়া চাই, ঠিক যেমন আগে পেতাম।

২৫ শে জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৩৮

বাকপ্রবাস বলেছেন: রবী দাদা এতো লিখে গেছেন যে, নতুন করে কেউ আর লিখতে পারেনা, সব অনুভূতি নিয়ে তার যেন লেখা হয়ে গেছে। আমারটাও সেই ধাচের হয়ে গেছে। রবী দাদারটা প্রেম জমে ক্ষীর আর আমারটা প্রাথমিক পর্যায়ে সম্মতিতেই শেষ

২| ২৪ শে জানুয়ারি, ২০২৫ সকাল ৯:৪২

সাইফুলসাইফসাই বলেছেন: চমৎকার

২৫ শে জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৩৮

বাকপ্রবাস বলেছেন: খুব করে ধন্যবাদ নেবেন ভাইযান

৩| ২৪ শে জানুয়ারি, ২০২৫ দুপুর ১:০২

শায়মা বলেছেন: তুমি সুখ যদি নাহি পাও যাও সুখেরও সন্ধানে যাও... :)

২৫ শে জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৩৮

বাকপ্রবাস বলেছেন: রবী দাদা এতো লিখে গেছেন যে, নতুন করে কেউ আর লিখতে পারেনা, সব অনুভূতি নিয়ে তার যেন লেখা হয়ে গেছে। আমারটাও সেই ধাচের হয়ে গেছে। রবী দাদারটা প্রেম জমে ক্ষীর আর আমারটা প্রাথমিক পর্যায়ে সম্মতিতেই শেষ

৪| ২৪ শে জানুয়ারি, ২০২৫ দুপুর ১:০৩

শায়মা বলেছেন: নজসু ভাইয়ু আমারও এটাই মনে হয়েছে!!! :)

২৫ শে জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৩৯

বাকপ্রবাস বলেছেন: সহমত

৫| ২৪ শে জানুয়ারি, ২০২৫ বিকাল ৪:২৮

রাজীব নুর বলেছেন: ভালো।

২৫ শে জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৩৯

বাকপ্রবাস বলেছেন: খুব করে ধন্যবাদ নেবেন ভাইযান

৬| ২৪ শে জানুয়ারি, ২০২৫ বিকাল ৫:১৭

নজসু বলেছেন:


@শায়মা বোন, ধন্যবাদ আপনাকে।
দেখি, আমাদের প্রিয় ছড়াকার কি বলেন। :)

২৫ শে জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৩৯

বাকপ্রবাস বলেছেন: সহমত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.