![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি না বাসলে ভালো, মাকে বলে দেব
রাতে আমার ঘুম হয় না।
তুমি না ধরলে হাত, ধরে কোনো অজুহাত
বাবাকে বলে দেব, কলেজে ক্লাস হয় না।
তুমি না তাকালে ফিরে, চলে যায় কদম ধীরে
যদি না আসো আর চার তলার বারান্দায়,
মনকে বলে দেব, চল যাই অন্য কোথাও
এভাবে দুঃখ পোষার আর কোনো মানে নাই।
আকাশের রাতটা আমার, চাঁদটা আমার
তারাটাও আমার, চাইলেও তুমি আর পাবে না।
আমার এই মনটা আমার, ধাক্কা খেয়ে
যাক পড়ে যাক, নদীর জলে যাক ভেসে যাক
তুমি ওসব হিসেব করে তল পাবে না, তল পাবে না।
তুমি না হাসলে আর, ভান করে না কাশলে আর
আমার কী যায় আসে? আমিও অনায়াসে
হাত বুলিয়ে কচি ঘাসে, করে যাব দু’দিন পার।
৩১ শে জানুয়ারি, ২০২৫ দুপুর ১:২২
বাকপ্রবাস বলেছেন: খুব করে ধন্যবাদ
২| ৩১ শে জানুয়ারি, ২০২৫ সকাল ১০:৩৮
কালো যাদুকর বলেছেন: পোস্টটি মুক্তি এবং বন্ধের অনুভূতি প্রকাশ করে, জোর দিয়ে যে বর্ণনাকারী অন্য ব্যক্তি ছাড়াই উন্নতি করতে পারে। - এ আই বলেছে। আমার অবশ্য একটু স্পেসিফিক করে লেখা হোয়েছে বলে মনে হয়েছে।
৩১ শে জানুয়ারি, ২০২৫ দুপুর ১:২১
বাকপ্রবাস বলেছেন: হা হা হা এ আই রিপোর্ট
©somewhere in net ltd.
১|
৩১ শে জানুয়ারি, ২০২৫ সকাল ১০:০১
রাজীব নুর বলেছেন: ওকে।
ঠিক আছে।