নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ নয়, কাল আসো,
তুমিতো এখন অন্য কিছু ভালোবাসো।
কেন আসো? কেন আসো?
আজ আমি অন্যমনা, আর
চাই না হোক দুর্ঘটনা বারবার।
যাও চলে, আর এসো না আর।
আমার দিন, আমার রাত,
চাই না হোক আর বেহাত,
প্রেমতন্ত্রের অন্তর্ঘাত।
যেখানে আছো, সঙ্গে নিয়ে যাও,
নিজেকে বহন করার সূত্র শিখে নাও।
অশরীরী ভাবনাজগৎ ওলটপালট করে দাও।
©somewhere in net ltd.