নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

সৈয়দ আহমেদ হাবিব

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

জুতার দহন

১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১২:১৮

অনেকগুলো জুতা আমার,
কোনো কালে ছিল না।
একটা জুতা গালের লিখন,
বলল—"কভু ভুল না!"

সেই থেকে জুতা আমার
ভয়ের এমন ধরণ,
দুই জুতাতে পদযুগল,
এক জুতাতে মরণ।

ভুলিনি আমি, ভুলবো কেমন?
ভুলে থাকা দায়!
ঘুমের মাঝে জুতার মালিক
বলল—"কাছে আয়!"

যাব কি আমি? যাব না কি?
দ্বিধায় গেলাম প‌রে,
এক জুতার দহন জ্বালা
বুঝাই কেমন ক‌রে?

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১২:২৭

কামালপাশা২য় বলেছেন:



ওমর খৈয়ামের রুবাইয়াতের মতো ভালো হয়েছে!

১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ৯:৫২

বাকপ্রবাস বলেছেন: আমি আসলে রিল দেখছিলাম ওই টাইপ এর, ভারতের আর পাকিস্তানের কিছু রিল, সেই সূত্রে লেখা

২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১২:৫৯

সামরিন হক বলেছেন: মজার বলবো না সাজার বলবো!!! কবিতা ভালো হয়েছে -এটাই সহজ।
শুভেচ্ছা রইলো ।

১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ৯:৫২

বাকপ্রবাস বলেছেন: খুব করে ধন্যবাদ রইল কিন্তু

৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ৮:১৬

খায়রুল আহসান বলেছেন: "দুই জুতাতে পদযুগল, এক জুতাতে মরণ" - কথাটার মানে কী?
'জুতার মালিক' কে?

১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ৯:৫১

বাকপ্রবাস বলেছেন: ১) আমরা যদি প্রত্যাখ্যানকে জুতা মারা ধরি তাহলে একটা জুতা গালে অবস্থান নিয়েছে
২) সেই একটা জুতা আমার গালে পড়াতে আমি এখন এক জুতার মালিক
৩) একটা জুতা যখন আরেকজন এর সাথে ভাব করতে চায় তখন সেও নিশ্চয় জুতা সম্প্রদায় এর হবে, তায় দুই জুতা এক হওয়া মানে শান্তি সুখের দিন
৪) দুই জুতা এক না হওয়া মানে একজুতার মারা খাওয়ার দায়ভার নিয়ে দুঃখে দিন কাটানো।

ধন্যবাদ জানবেন মুরুব্বি

৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ৯:৫৮

রাজীব নুর বলেছেন: ভালো।

১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:২১

বাকপ্রবাস বলেছেন: আপনি আপার সমর্থক হলেও আপনাকে ভাল পাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.