![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুচোখে ঘৃণা দেখে প্রেমকে বলেছি না,
তুমি বললে— যে চোখ তোমার নয়, তার দায় নেবেনা।
তারপর তোমার চোখে ডুব দিয়েছি, তল পাইনি শেষে,
তুমি বললে— হাল ছেড়ো না, দারুণ ভালোবেসে।
সাঁতরে গেলাম, তীর মেলেনা, কেবল দেখি জল,
এত দূরে হাত বাড়ালে নিষ্ফল ফলাফল।
আমার দেখার ভুল ছিল— তা নিলাম যখন মেনে,
দূরে সরে যাচ্ছ তুমি, দৃষ্টিসীমা থেমে।
উপহাসকে ঘৃণা ভেবে প্রেমকে বলেছি না,
তুমি বললে— মানছি আমি, সমাজ মানছে না।
এত বিশাল ব্যবধানে হয় না কভু জোড়,
যাচ্ছি বলে বিদায় নিলে, রইল পরে ঘোর।
২২ শে ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ২:৫১
বাকপ্রবাস বলেছেন: নকল কাক ধন্যবাদ জানিয়ে রাখলাম
২| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:৪৮
রাজীব নুর বলেছেন: ভালো।
২২ শে ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ২:৫১
বাকপ্রবাস বলেছেন: আপনি ভালো বললে বেশ ভাল লাগে
©somewhere in net ltd.
১|
২২ শে ফেব্রুয়ারি, ২০২৫ ভোর ৬:৫২
নকল কাক বলেছেন: ব্যর্থ প্রেমের ঘোর এক অদ্ভুত নেশার মতো।