নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

সৈয়দ আহমেদ হাবিব

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

চিন্তায় যাই মরে

২৯ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ৯:৫২

ভোট দিলে কার্ড পাবো, নাকি
কার্ড পেলে ভোট দেব?
কোনটা আগে, পরে
চিন্তায় যাই মরে।

কার্ড পেলে ঢুকবে টাকা?
নাকি ঘুষ দিলে বলবে “টা-টা”,
কোনটা হতে পারে
চিন্তায় যাই মরে।

অতীত বলে ভোটের খেলা,
ভোট ফুরালে বুঝবা ঠেলা।
বিশ্বাসইবা করবো কেমন করে
চিন্তায় যাই মরে।

নেতা বলে—মার্কা দেখো,
নীতি-আদর্শ তুলে রাখো।
শুনেই কথা মাথায় বাজ পড়ে,
চিন্তায় যাই মরে।

কেন মিছে জুলাই হলো?
ফেসিবাদ লেজ গোটালো
মূর্খতাতো রইল মগজ জুড়ে
চিন্তায় যাই মরে।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১০:৩৫

ডঃ এম এ আলী বলেছেন:



ছড়াটি সমকালীন রাজনৈতিক অভিজ্ঞতা ও সাধারণ মানুষের বোধের টানাপোড়েনকে ব্যঙ্গ ও বেদনার মিশ্র স্বরে
ফুটিয়ে তুলেছে। চিন্তায় যাই মরে পঙ্‌ক্তিটি ছড়াটির মূল স্পন্দন , এতে যেমন হতাশা আছে, তেমনি রয়েছে
প্রশ্ন তোলার সাহসও। ভোট, নেতা, প্রতিশ্রুতি, নীতি এই শব্দগুলো কেবল রাজনৈতিক পরিভাষা নয়; এগুলো
মানুষের মানসিক চাপ, বিভ্রান্তি ও অবিশ্বাসের প্রতীক হয়ে ওঠেছে।

ছড়িটি খুব সরল ছড়া-ছন্দে রচিত হলেও তার বক্তব্য কিন্তু খুবই তীক্ষ্ণ। ব্যঙ্গের আড়ালে গভীর ক্ষোভ, অবিশ্বাস
এবং সামাজিক চেতনার আকুতি ধরা পড়ে। কেন মিছে জুলাই হল / ফ্যাসিবাদ লেজ গুটাল এ কথাগুলো
ইতিহাসের স্মৃতি ও রাজনৈতিক বাস্তবতার সংঘর্ষের দিকে ইঙ্গিত করে। একই সঙ্গে মুর্খতাতো রইল মগজ জুড়ে
এই কথামালা সমষ্টিগত অচেতনতার কথাও মনে করিয়ে দেয়।

ছড়াটি এমন এক সময়-সাক্ষী কাব্য, এটি একটি চলমান বোধ-ব্যথার চিত্র, যেখানে আশা-নিরাশার দ্বন্দ্ব,
অবিশ্বাসের ভার এবং সচেতন হওয়ার আহ্বান মিলেমিশে একটি স্পষ্ট কাব্যিক ভাষ্য তৈরি করেছে।

সুন্দর ছড়াটির জন্য ধন্যবাদ ।

শুভেচ্ছা রইল

২৯ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:৪৪

বাকপ্রবাস বলেছেন: কৃতজ্ঞতা এবং ভালবাসা জানবেন, ছড়া ছাড়িয়ে তার বর্ণনা ব্যাখ্যা আকাশচুম্বি হয়েছে।

২| ২৯ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১১:৩২

মহাজাগতিক চিন্তা বলেছেন: আমারো অনেক চিন্তা হচ্ছে। একাত্তরে আমাদের এলাকার শান্তি ইন্ডিয়া চলে গিয়েছিলেন, তখন আমার চাচা আক্ষেপ করে বলেছিলেন, শান্তি ইন্ডিয়ায় গিয়ে আমাদের জন্য চিন্তা রেখে গেছে। সেজন্যই এখন আমরা চিন্তায় যাই মরে।

২৯ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:৪৪

বাকপ্রবাস বলেছেন: দারুণ কমেন্ট করেছেন। ধন্যবাদ জানবেন মুরুব্বি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.