![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আবারও অস্কার জিতলেন শারমিন
২৯ ফেব্রুয়ারি ২০১৬, সোমবার,
চার বছর আগে প্রথমবার অস্কার জেতেন
পাকিস্তানি-কানাডিয়ান নাগরিক শারমিন ওবায়েদ-চিনয়। সে
সময় এসিড আক্রান্ত মেয়েদের নিয়ে নির্মিত
প্রামাণ্যচিত্র ‘সেভিং ফেস’ নির্মাণ করে সেরা
স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র বিভাগে সেরা হন তিনি।
সেই ধারাবাহিকতায় এবারও স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র
‘অ্যা গার্ল ইন দ্য রিভার: দ্য প্রাইস অব ফরগিভনেস’-
এর জন্য অস্কার জিতলেন শারমিন। ৮৮তম একাডেমি
অ্যাওয়ার্ডসে সেরা স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র
হয়েছে এটাই। পুরস্কার হাতে নিয়ে এর নির্মাতা ৩৭
বছর বয়সী শারমিন বলেন, আমার এ ছবি দেখে
পাকিস্তানের প্রধানমন্ত্রী এ সপ্তাহে
জানিয়েছেন, মেয়েদের জেনেশুনে হত্যা
প্রতিরোধে আইন পরিবর্তন করবেন। এটাই ছবির
শক্তি। ইংরেজি ও পাঞ্জাবি ভাষায় নির্মিত ‘অ্যা গার্ল ইন
দ্য রিভার: দ্য প্রাইস অব ফরগিভনেস’ এইচবিও
চ্যানেলে প্রিমিয়ার হয় গত বছরের ২৮শে
অক্টোবর। ওইদিনই মুক্তি পায় ৪০ মিনিট ব্যাপ্তির
ছবিটি।
©somewhere in net ltd.