![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাসে করে অফিস থেকে আসছি , লিঙ্করোড থেকে এক অপরুপা বাসে উঠলো ।অপরুপা বলতে যেনতেন টাইপের অপরুপা না, একদম আমার "স্বপ্নে দেখা শিল্পপতিকন্যা" (নির্ঘন্ট ১ দ্রষ্টব্য) টাইপের অপরুপা । ট্যারা চোখে মেয়ে দেখার অভ্যাস কম থাকার পরো একটু পর পর কেন যেন চোখটা বার বার ঐদিকে চলে যাচ্ছিলো (যাহ দুষ্টু, অসভ্য, জানোয়ার চোখ !!) ।বোঝার চেষ্টা করছিলাম এইটা কি আসলেই দুনিয়ার কোন মানুষ না সুপারমুনের এই রাতে কোন পরী তার ডানা সামহাও লুকিয়ে রেখে পৃথিবী ভ্রমনে এসেছে । কিছুক্ষন পর আবিস্কার করলাম রুপবতী কন্যাটা বাসের প্রতিটা হর্নের সাথে সাথে বিরক্তিতে ভ্রু কুচকিয়ে ফেলছে । বাসের হর্নের শব্দের সাথে তার রিদমিক ভ্রু কুচকানো দেখে আমার "রক্ত পাম্প করার যন্ত্র"(নির্ঘন্ট ২ দ্রষ্টব্য) টায় মৃদু ব্যাথা অনুভব করলাম !! আহা !! কি সুন্দরী , কি সুন্দর করে ভ্রু কুচকাচ্ছে !! ভ্রু কুচকালেও কাউকে এত সুন্দরী লাগে ক্যামনে ?? মনে মনে স্বপ্ন দেখা শুরু করে দিলাম ...মনে হলো সুন্দরীর কাছে যেয়ে আমার কালেকশনে থাকা সবচেয়ে মজার কৌতুকটা বলি , কন্যার অট্টহাসিটা দেখি । যে মেয়ে ভ্রু কুচকালেই এত্ত সুন্দর লাগে , না জানি হাসলে সেই মেয়েকে কত সুন্দর লাগবে !! তারপর বলি "ওহে আমার সিঙ্গেল সিমের সেটের একমাত্র সিমকার্ড , আমাকে তোমার বয়ফ্রেন্ড বানাবে ?? কথা দিচ্ছি এত বেশী কথা বলবো যে বাসের হর্নের শব্দ তোমার কান পর্যন্ত পৌছানোর সুযোগ ই পাবেনা , আবার বেশী বকবক শুনে মাথা ব্যাথা করতে পারে তোমার , কথা দিচ্ছি বাজারের সবচেয়ে ভালো মাথাব্যাথার মেডিসিনটা আমি নিজে কিনে দিবো তোমাকে.........!!
ভাবনার এই পর্যায়ে আমাদের বাস পৌছে গেলো যমুনা ফিউচার পার্কের সামনে আর সেই রুপবতী কন্যা আমার কলিজা ফ্যাপসা সহ আরো যা কিছু ফিলিংস ক্রিয়েট করতে পারে সেই সব কিছুকে দুমড়ে মুচড়ে ছুড়ে ফেলে দিয়ে বাস থেকে নেমে গেলো...
:'(
দুনিয়া এত নিষ্ঠুর ক্যান , -_- ...ক্যান ক্যান ক্যান !!!! :'(
নির্ঘন্ট ১ - রাজকন্যার যুগ নাই এখন , আমার রাজকন্যা লাগবে ও না , শিল্পপতি্র কন্যা হইলেই চলবে , নরমাল চলবে না , রীতিমত দৌড়াবে ।
নির্ঘন্ট ২ - ইহাকে কেউ আদর করে আপনারা হার্ট বলে ডাকেন !!
১৬ ই নভেম্বর, ২০১৬ সকাল ১১:৩০
saeed saeed saeed বলেছেন: হা হা হা, যথার্থ বলেছেন
©somewhere in net ltd.
১|
১৬ ই নভেম্বর, ২০১৬ রাত ১২:৪৪
বর্ষন হোমস বলেছেন: ইহাকে আমি আদর করে মামু বলে ডাকে