![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদা এক লোক ঈশ্বরের কাছে গিয়ে জিজ্ঞেস করলো ‘জীবনের মূল্যায়ন কি?’
ঈশ্ব্রর তাকে একটি পাথর দিয়ে বললেন, ‘এইটার মূল্য যাচাই করে এসো, কিন্তু বিক্রি করোনা।’
লোকটি একজন কমলা বিক্রেতার দোকানে গিয়ে জানতে চাইলো পাথরটির মূল্য কত হতে পারে? কমলা বিক্রেতা চকচকে পাথর দেখে বললো, ‘পাথরটি আমাকে দিয়ে দাও এবং ১২ টী কমলা নিয়ে যাও।’ লোকটি বললো ‘না ভাই এটা বিক্রয় করবো না, দামটা যাচাই করলাম।’
একটু সামনে গিয়ে সে একটি শব্জির দোকান পেয়ে দোকানীর কাছে পাথরটির দাম কত হতে পারে তাহা জানতে চাইলো। দোকানী চকচকে পাথর দেখে বললো, ‘পাথরটি আমাকে দিয়ে ১ ব্যাগ আলু নিয়ে যাও।’ লোকটি বললো ‘না ভাই এটা বিক্রয় করবো না, দামটা যাচাই করলাম।’
আরও কিছ দূর এগিয়ে সে একটি স্বর্ণালংকার এর দোকান পেল। এবং দোকানের মালিকের কাছে পাথরটির দাম কত হতে পারে জানতে চাইলো। দোকানের মালিক লেন্স দিয়ে পাথরটি কয়েকবার দেখে বলল ‘পাথটি আমাকে দিয়ে দাও, আমি তুমাকে ১ লাখ টাকা দেব।’ লোকটি বললো ‘না ভাই এটা বিক্রয় করবো না, দামটা যাচাই করলাম।’ তখন দোকানী বললো ‘ঠিক আছে বিক্রয় করতে চাইলে আমি ১০ লাখ টাকা দেব।’ লোকটি এবার বিনয়য়ের সাথে বললো, ‘না ভাই সত্যি বলছি এটা বিক্রয় করবো না, দামটা যাচাই করলাম।’
আরো অনেক দূর এগিয়ে লোকটি একটি মূল্যবান পাথরের দোকান পেল। দোকানীর কাছে পাথরটি দিয়ে এটার দাম কিত হতে পারে জানতে চাইলো। জহরি দেখলো এটা মহামূল্যবান রুবি পাথর। তাই টেবিলের উপরে প্রথমে একটি কাপড় রাখলো, অত:পর কাপড়ের উপর পাথরটি রেখে এর চারিদিকে ঘুরে ঘুরে বারবার পাথরে চুমু খাচ্ছিল। এবং লোকটিকে বললো ‘আমার সমুদয় সম্পদ বিক্রয় করে দিলেও এই মহামূল্যবান পাথর আমি কিনতে পারবো না।’
লোকটি পাথরটি নিয়ে হতবাক চিত্তে মানসিক দ্বিধা নিয়ে ঈশ্বরের কাছে ফিরে এসে সমুদয় ঘটনাবলি বর্ণনা করে বললো ‘এবার বলেন জীবনের মূল্যায়ন কি?’
ঈশ্বর বললেন, কমলা, শব্জি, অলংকার বিক্রেত এবং জহরির কাছ থেকেই তুমি জীবনের মূল্যায়নের ব্যাখ্যা এবং উত্তর পেয়েছ। তুমি হয়তো মহামূল্যবান হিসাবে এমনকি মূল্যহীন হিসাবে মূল্যায়িত হতে পারো …… কিন্তু মনে রেখ প্রত্যক মানুষই তুমাকে তাদের নিজস্ব জ্ঞানের পরিধি, বিশ্বাসের স্তর, তুমার প্রতি তাদের উদ্দেশ্য, তাদের আকাঙ্ক্ষা, তাদের ঝুঁকি গ্রহণের সক্ষমতা ইত্যাদির উপর ভিত্তি করেই তুমাকে মূল্যায়ন করবে …… এতে ভীত হওয়ার কিছুই নেই, কারণ অন্তত কেউ না কেউ তুমার জীবনে পাবে যে তুমাকে সঠিকভাবে মূল্যায়ন করবে।”
ঈশ্বর আরও বললেন, “আমার চোখে প্রত্যাক মানুষই অত্যন্ত মুল্যবান, ইউনিক যতক্ষণ পর্যন্ত না কেউ আমার অবাধ্য হয় এবং নিজেই নিজের মর্যাদা বিনষ্ট করে। তাই কে তুমাকে কিভাবে মূল্যায়ন করলো সেটা চিন্তা না করে আমার আদেশ-নিষেধ মেনে চলো। নিজেকে নিজে সম্মান করতে শিখো।”
২| ০৪ ঠা মার্চ, ২০১৮ রাত ১:৫৯
জুনায়েদ বি রাহমান বলেছেন: ঠিক। ভালো, শিক্ষণীয় পোস্ট।
৩| ০৪ ঠা মার্চ, ২০১৮ সকাল ১০:৪২
রাজীব নুর বলেছেন: সুন্দর।
৪| ০৪ ঠা মার্চ, ২০১৮ দুপুর ১:৩৪
মোঃ রুবেল তালুকদার বলেছেন: সুন্দর
৫| ০৪ ঠা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৪০
কানিজ রিনা বলেছেন: অসাধারন লেখনি অসংখ্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৩ রা মার্চ, ২০১৮ রাত ১১:৫৭
আলআমিন১২৩ বলেছেন: good