![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জন্ম কুমিল্লায় হলেও বাবার চাকুরীর সুবাদে জীবন কেটেছে প্রতিটি বিভাগেই। কোন স্কুলেই দুই বছরের বেশি স্থায়ী হইনি। মূল্যবান একটি বছর নস্টও হয়েছে বাল্যজীবনে। এইচ. এস. সি. -র পর বাবা-মাকে একা করে দিয়ে স্থায়ী হলাম ঢাকা মেডিকেলে। তারপর প্রেম, বিয়ে আরো অনেক অনেক কথা ........................................ ।
আমি জেনারেল হয়েছি প্রায় এক মাস পর। ভেবেছি আমিই হয়তো সবচেয়ে কম সময়ে জেনারেল হলাম। কারণ বিভিন্ন সময়ে জেনারেল হওয়ার শুভেচ্ছা পোস্টগুলোতে দেখি অনেক নিক ২ মাস বা তিন মাস, কেউ কেউ চার/পাঁচ মাস পরও জেনারেল হচ্ছে।
কিছুক্ষণ আগে এক ব্লগার একটি পোস্ট দিলেন তিনি নাকি দুই দিনে জেনারেল হয়েছেন। কিভাবে সম্ভব বুঝলাম না, কিন্তু ২ দিনে জেনারেল হওয়ার বিষয়টি ঠিকই আছে।
পোস্টটি দেখতে - Click This Link
সামুতে সর্বনিম্ন জেনারেল কতদিনে হয়েছে কেউ কি বলতে পারেন ???
২| ১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:০০
মতামত চাই বলেছেন: মডারেটরদের কোন নিক হতে পারে। ২ দিনে কিভাবে জেনারেল হয় !!! তবে ৫ দিনে জেনারেল হতে দেখেছি।
৩| ১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:০৪
শহীদুল্লাহ খান বলেছেন: আমার দুই মাস সময় লেগেছিল।
৪| ১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:১০
rafiq buet বলেছেন: আমি এক সপ্তাহ পর জেনারেল হয়েছিলাম। একটি পোস্টও দিয়েছিলাম। দুই দিনে জেনারেল হতে প্রথম দেখলাম।
৫| ১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:১৬
ইমরান নীল বলেছেন: আমিও মনে হয় ১ মাসে হয় ছিলাম , কিন্তু ২ দিন শুনে
তাসকি খাইলাম একটা । যাই হোক শুভ কামনা আপনার জন্য ।
এখন সেফ হন এই কামনা করি । আর কিছু লেখা আমাদের উপহার দেন ।
৬| ১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:২১
ক্লান্তিহীন পথচারী বলেছেন: আমি এক দিন ৩ ঘন্টার মধ্যে জেনারেল হইছি।
আমার মনে হয় পোস্ট লিখলে তাড়াতাড়ি জেনারেল করে দেয়।
৭| ১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৩১
বাদল দিনের গান বলেছেন: আমার এক ঘণ্টাও লাগে নাই।
৮| ১০ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩২
ইথান মাহমুদ বলেছেন: this is bd. অনিয়ম সবই সবই সম্ভব। ৭ দিনের পর্যবেক্ষনে ২-৫ মাস চলে যায় আবার ২ দিনে জেনারেল। কিছু না। ধুর।
©somewhere in net ltd.
১|
১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৯
ফ্রিঞ্জ বলেছেন: আমি মনে হয় ১০/১২ দিনে হইসিলাম জেনারেল। তার আরো কিছুদিন পর সেফ।