নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উচ্চশিক্ষার প্রয়াসে প্রবাসী

আমার বাবুর মা একদিন কথার ছলে বলেছিল "তুমি তো এটা হাতুড়ে ডাক্তারের মত কাজ করলা"। তারপর থেকে আমার ছোট্ট বাবুর কাছে আমি হয়ে গেলাম "হাতুড়ে ডাক্তার"।

শফীক রহমান

জন্ম কুমিল্লায় হলেও বাবার চাকুরীর সুবাদে জীবন কেটেছে প্রতিটি বিভাগেই। কোন স্কুলেই দুই বছরের বেশি স্থায়ী হইনি। মূল্যবান একটি বছর নস্টও হয়েছে বাল্যজীবনে। এইচ. এস. সি. -র পর বাবা-মাকে একা করে দিয়ে স্থায়ী হলাম ঢাকা মেডিকেলে। তারপর প্রেম, বিয়ে আরো অনেক অনেক কথা ........................................ ।

শফীক রহমান › বিস্তারিত পোস্টঃ

সামুতে সর্বনিম্ন কতদিনে জেনারেল হয় কেউ কি বলতে পারেন (একটি অনুসন্ধানমূলক পোস্ট)

১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৫১

আমি জেনারেল হয়েছি প্রায় এক মাস পর। ভেবেছি আমিই হয়তো সবচেয়ে কম সময়ে জেনারেল হলাম। কারণ বিভিন্ন সময়ে জেনারেল হওয়ার শুভেচ্ছা পোস্টগুলোতে দেখি অনেক নিক ২ মাস বা তিন মাস, কেউ কেউ চার/পাঁচ মাস পরও জেনারেল হচ্ছে।



কিছুক্ষণ আগে এক ব্লগার একটি পোস্ট দিলেন তিনি নাকি দুই দিনে জেনারেল হয়েছেন। কিভাবে সম্ভব বুঝলাম না, কিন্তু ২ দিনে জেনারেল হওয়ার বিষয়টি ঠিকই আছে।



পোস্টটি দেখতে - Click This Link





সামুতে সর্বনিম্ন জেনারেল কতদিনে হয়েছে কেউ কি বলতে পারেন ???

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৯

ফ্রিঞ্জ বলেছেন: আমি মনে হয় ১০/১২ দিনে হইসিলাম জেনারেল। তার আরো কিছুদিন পর সেফ।

২| ১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:০০

মতামত চাই বলেছেন: মডারেটরদের কোন নিক হতে পারে। ২ দিনে কিভাবে জেনারেল হয় !!! তবে ৫ দিনে জেনারেল হতে দেখেছি।

৩| ১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:০৪

শহীদুল্লাহ খান বলেছেন: আমার দুই মাস সময় লেগেছিল।

৪| ১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:১০

rafiq buet বলেছেন: আমি এক সপ্তাহ পর জেনারেল হয়েছিলাম। একটি পোস্টও দিয়েছিলাম। দুই দিনে জেনারেল হতে প্রথম দেখলাম।

৫| ১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:১৬

ইমরান নীল বলেছেন: আমিও মনে হয় ১ মাসে হয় ছিলাম , কিন্তু ২ দিন শুনে :-* :-* :P তাসকি খাইলাম একটা । যাই হোক শুভ কামনা আপনার জন্য ।
এখন সেফ হন এই কামনা করি । আর কিছু লেখা আমাদের উপহার দেন ।

৬| ১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:২১

ক্লান্তিহীন পথচারী বলেছেন: আমি এক দিন ৩ ঘন্টার মধ্যে জেনারেল হইছি। !:#P !:#P আমার মনে হয় পোস্ট লিখলে তাড়াতাড়ি জেনারেল করে দেয়। :)

৭| ১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৩১

বাদল দিনের গান বলেছেন: আমার এক ঘণ্টাও লাগে নাই।

৮| ১০ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩২

ইথান মাহমুদ বলেছেন: this is bd. অনিয়ম সবই সবই সম্ভব। ৭ দিনের পর্যবেক্ষনে ২-৫ মাস চলে যায় আবার ২ দিনে জেনারেল। কিছু না। ধুর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.