![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জন্ম কুমিল্লায় হলেও বাবার চাকুরীর সুবাদে জীবন কেটেছে প্রতিটি বিভাগেই। কোন স্কুলেই দুই বছরের বেশি স্থায়ী হইনি। মূল্যবান একটি বছর নস্টও হয়েছে বাল্যজীবনে। এইচ. এস. সি. -র পর বাবা-মাকে একা করে দিয়ে স্থায়ী হলাম ঢাকা মেডিকেলে। তারপর প্রেম, বিয়ে আরো অনেক অনেক কথা ........................................ ।
জনগন শুধু উন্নয়নই চায় না, সুশাসনও চায়। - মওদুদ আহমেদ।
আজ জাতীয় প্রেসক্লাবে ডেমোক্রেটিক মুভমেন্ট আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
সূত্র - বাংলাদেশ প্রতিদিন অনলাইন।
০৭ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:২৮
শফীক রহমান বলেছেন: ঘাড়তেড়া মওদূদ স্বীকার করেছে ........ অবাকই লাগছে।
২| ০৭ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩
rafiq buet বলেছেন: উন্নয়ন অস্বীকার কারার কিছুই নেই। শেয়ার মার্কেট কেলেঙ্কারী এই সরকারকে বেকায়দায় ফেলবে।
০৭ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৩১
শফীক রহমান বলেছেন: উন্নয়ন এর সাথে ব্যর্থতাও থাকে। শেয়ার মার্কেট আসলেই সরকারের একটি বড় রকমের ব্যর্থতা। সুস্ঠভাবে বিচার করা হলে সরকার এর দায় থেকে ছাড় পেতে পারত।
তবে গত সাড়ে ৪ বছরে উন্নয়ন যা করেছে তা স্বীকার করতেই হবে।
৩| ০৭ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:২৫
তারিন রহমান বলেছেন: উন্নয়ন প্রশংসার যোগ্য। শেয়ার মার্কেট লুট না হলে এই সরকার আন্তর্জাতিকভাবেও প্রশংসিত হতে পারত।
০৭ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৩২
শফীক রহমান বলেছেন: তারিন রহমান বলেছেন: উন্নয়ন প্রশংসার যোগ্য। শেয়ার মার্কেট লুট না হলে এই সরকার আন্তর্জাতিকভাবেও প্রশংসিত হতে পারত।
৪| ০৭ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫
প্রকৌশলী রিয়াদ হাসান চৌধুরী বলেছেন: তারিন রহমান বলেছেন: উন্নয়ন প্রশংসার যোগ্য। শেয়ার মার্কেট লুট না হলে এই সরকার আন্তর্জাতিকভাবেও প্রশংসিত হতে পারত।
৫| ০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৪৩
বঙ্গদর্পণ বলেছেন: বর্তমান সরকারের আমলে উন্নয়ন হয়েছে এটা কিছু দলকানা লোক ছাড়া যে কোন বিবেকমান লোক স্বীকার করবে। শেয়ার বাজার, হলমার্ক কেলেঙ্কারী ইত্যাদির সাথে আওয়ামী লীগ জড়িত না হয়েও অপবাদের স্বীকার হয়েছে শুধুমাত্র মিডিয়ার অপপ্রচারের কারণে। যে দেশে কোটি লোকের মধ্যে একজন সৎলোক পাওয়া যায় না সেখানে যে সরকারই আসুক কিছু দুর্নীতি থাকবে। যে সরকারে দুর্নীতি কম আমাদের জন্য আপাতত সেটিই ভালো।
©somewhere in net ltd.
১|
০৭ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৪০
ইন্ড্রাস্ট্রিয়াল জয় বলেছেন: বিলবোর্ড প্রচার কাজে দিয়েছে দেখা যায়।