![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খাই দাই, ঘুরে বেড়াই আর বনের মোষ তাড়াই!
ছেলেবেলায় শুনেছি যে তারা খসে পড়লে নাকি ইচ্ছাপূরণ হয়.. তাই তখন থেকেই প্রায়ই আকাশের দিকে তাকিয়ে থাকতাম। কখন তারা খসে পড়বে - আমি ইচ্ছেপোষণ করবো আর আমার ইচ্ছেপূরণ হবে!
একে একে কতগুলো তারা খসে পড়ল!! কিন্তু ইচ্ছেগুলি আর পূরণ হলো না। তবুও ইচ্ছে পোষণ করি, স্বপ্ন দেখি... স্বপ্ন দেখতে তো আর বাধা নেই।
সাংবাদিক মিশুক মনির, চিত্রপরিচালক তারেক মাসুদ, লেখক হুমায়ূন আহমেদ, দেশবরেণ্য জামাল নজরুল ইসলাম আর আজ রাষ্ট্রপতি জিল্লুর রহমান.. তারাগুলি একে একে খসে পড়ছে তো পড়ছেই... বাংলার আকাশ একে একে খালি হয়ে যাচ্ছে।
আমিও একের পর এক প্রতিবার একই ইচ্ছেপোষণ করে যাচ্ছি...
খসে পড়া তারাদের দিব্যি দিয়ে বলছি - আবারও ইচ্ছেপোষণ করছি...
পারওয়ারদেগার, বাংলাদেশ যেন সত্যিকারের সমৃদ্ধ, সুখী আর সোনার একটি দেশ হয়ে উঠুক। আমিন...
তারাদের খসে পড়া যেন বৃথা না যায়, আসুন সেই লক্ষ্যে একসাথে দেশের জন্য কাজ করি...
রাষ্ট্রপতির মৃত্যুতে ব্লগাররাও শোকাহত
©somewhere in net ltd.