নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিচয় দেবার মতো বিশেষ কিছু নেই। আপাতত দু\'পেয়ে জীব মাত্র। মানুষ হতে পারলে জানবো ক্ষণ..

ব্লগার রবিন

খাই দাই, ঘুরে বেড়াই আর বনের মোষ তাড়াই!

ব্লগার রবিন › বিস্তারিত পোস্টঃ

রামপাল আর রুপপুরঃ একটি সাধারণ ভাবনা থেকে সামান্য প্রস্তাবনা

২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:২৭

গরীব লোকের সুন্দর বউয়ের দিকে নাকি সবারই একটু কেমন জানি টাইপের সুযোগসন্ধানী গোছের কুনজর থাকে বলে শুনেছিলাম।



এখন দেখি গরীব দেশের সুন্দর বনের প্রতি কুনজর দেবার লোকেরও অভাব নেই!



চীন-ভারত-আম্রিকা-সাম্রাজ্যবাদী দোসর ব্লা-ব্লা ব্লা-ব্লা ইত্যাদি বিতর্ক অনেক দেখেছি। গণবিচ্ছিন্ন সমাজতান্ত্রিক দূর্বোধ্য ওইসব বাদ্য শ্রবণের আগ্রহ একদমই নেই।



বরং একটা সিনারিয়ো বুঝার চেষ্টা করি, সাভারে আমাদের জাতীয় স্মৃতিসৌধ কমপ্লেক্সে তো অনেক খালি জায়গা আছে? তাই না?!

আর আমাদের দেশে আমিষের ঘাটতিও ব্যাপক। কিন্তু তাই বলে কি আমরা স্মৃতিসৌধ কমপ্লেক্সে মুরগী খামার দেব??

কমপ্লেক্সের ক্ষতি কিংবা আমাদের পুষ্টিসাধন এই বিষয়গুলি পরে আনি। আগে বলি যে আমরা কি অমন করি?!



না, আমরা তা করি না।



তাহলে ইন্টারন্যাশনাল হেরিটেজ সুন্দরবনের সাথে এমন করছি কেন?!



উত্তর হয়তো আসবে শক্তি ঘাটতিজনিত ব্লা ব্লা... (বিশাল প্রবন্ধ, হায় রে অন্ধ!)



মুরগীর খামারটা যেমন আমরা স্মৃতিসৌধ কমপ্লেক্সে না করে, অন্য জায়গায় করি। তেমনি এই বিদ্যুৎপ্রকল্পটিও অন্য জায়গায় করা সম্ভব।



আমার প্রস্তাব, এই ঘনবসতির দেশে রূপপুরে পারমানবিক বিদ্যুৎকেন্দ্র খুলে মানবিক বিপর্যয়ের আশংকা না বাড়িয়ে এই কয়লা বিদ্যুৎকেন্দ্রটি সেইখানে বানানো হউক। বিদ্যুৎ সমস্যাও মিটে গেলো, আর আমার সুন্দরবনও সুন্দর রইলো..

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৪০

কসমিক- ট্রাভেলার বলেছেন: সম্প্রতি দেখতে গিয়েছিলাম প্রায় ১৪ কিলোমিটার পায়ে হেটে।


উদ্দ্যেশ্য ভালো হলে ও ভবিষ্যতের কথা চিন্তা করে মনটা খারাপ হয়ে গেল ।

সেখানে যে বিস্তৃত কর্মকান্ড শুরু হয়ে গেছে তাতে এটি বন্ধ করা যাবে বলে মনে হয়না ।



ভাবছিলাম এটি নিয়ে আমি একটি বিস্তারিত লেখা দিব ,

২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৪৭

ব্লগার রবিন বলেছেন: বন্ধ করার দরকার কি? বিদ্যুৎ তো আমাদেরও প্রয়োজন। আমি শুধু ভেনু বদলের প্রস্তাব করেছি।

নগণ্য মানুষ আমি, তবুও বিপন্ন প্রকৃতির জন্য সামান্য বুদ্ধিতে যা কুলিয়েছে তাই লিখেছি।

আপনার কাছ থেকে বিস্তারিত লেখা পেলে খুশি হই। :)

২| ২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৪

জাহাজ ব্যাপারী বলেছেন: রুপপুরের বিষয়ে বাস্তবসম্মত কোন আশা না করাই ভালো। বাংলাদেশে কোন পারমানবিক শক্তি গবেষণার অবকাঠামো ও জনবল গড়ে উঠুক – বড়দাদা ইন্ডিয়া ও ওদের স্বদেশী দালাল আঁতেলরা তা হতে দিবে না। বাংলাদেশের যে কোন পর্যায়ের পারমানবিক সক্ষমতার সম্ভাবনাও অঙ্কুরে বিনাশ করবে ওরা।
অনেক ষড়যন্ত্র ও বাঁধা পেরিয়ে পারমানবিক শক্তি কমিশন যে স্বল্প ক্ষমতাসম্পন্ন TRIGA Mark II গবেষণা চুল্লী পেয়েছে সেটাই অনেক বড় অর্জন।

২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:০৭

ব্লগার রবিন বলেছেন: আমাদের এই ঘনবসতিপূর্ণ দরিদ্র দেশে পারমানবিক চুল্লি না থাকাই ভালো। আবার এমন এক দেশ থেকে পুরনো প্রযুক্তি নিচ্ছি যারা নিজেরাই এখনো চেরনেবিল ধাক্কার ঝুঁকি ভোলে নি।

চরম উন্নত প্রযুক্তির জাপানি ফুকুশিমা বিপর্যয় গোল্ডফিশের মেমোরি থেকেও এখনো মোছে নি।

তাই বলি কি! এইবেলা রামপাল কয়লা বিদ্যুৎকেন্দ্র খানা রুপপুরে নিয়ে বেঁচে থাকি, ও বেলা সামলানোর সাধ্য হলে রুপপুরও পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র খানাও কোথাও না কোথাও নিশ্চয়ই করে ফেলব বলে আশা রাখি।

৩| ২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৪৮

জাহাজ ব্যাপারী বলেছেন: পারমানবিক শক্তি সবচেয়ে সাশ্রয়ী বিদ্যুতের উৎস। তাই আমাদের এই ঘনবসতিপূর্ণ দরিদ্র দেশে পারমানবিক শক্তিচালিত বিদ্যুৎকেন্দ্র কেন্দ্র স্থাপন করা জরুরী।

আর দুর্ঘটনা তো দুর্ঘটনাই। ছাঁদ ধসে পড়তে পারে বলে কী খোলা আকাশের নিচে থাকবেন।

ফ্রান্স-এর মতো দেশে বিদ্যুতের চাহিদার শতভাগ মেটানো হয় পারমানবিক শক্তিচালিত বিদ্যুৎকেন্দ্র থেকে। সুষ্ঠ রক্ষণাবেক্ষণ, নিরাপদ স্পেন্ট ফুয়েল ব্যবস্থাপনা নিশ্চিত করতে পারলে পারমানবিক বিদ্যুৎশক্তিই বাংলাদেশের সবচেয়ে লাগসই সমাধান।

২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:১১

ব্লগার রবিন বলেছেন: জী জী, সবচেয়ে সাশ্রয়ী তো বটেই। তবে কিনা সবচেয়ে বিপদজনক উৎস। আর ঘনবসতিপূর্ণ গরীবদেশে আপনি ব্যয়বহুল বর্জ্য ব্যবস্থাপনা কিভাবে করবেন আর সুষ্ঠু রক্ষণাবেক্ষণ খরচই বা কোথা থেকে পাবেন। সেইটাই হলো সমস্যা।

আর দূর্ঘটনা?! একটা ছাদ ধ্বসে পুরো শহরের মানুষ মারা যায় না কিংবা বিপদগ্রস্ত হয় না। কিন্তু একটা পারমাণবিক চুল্লি ধ্বসে সেইটা হয়। ঝুঁকির পরিমাণ বুঝার চেষ্টা করেন।

কই ফ্রান্স আর কই আমাদের এই বদ্বীপ! আগরতলা আর খাটের তলার তুলনা হয়ে গেল না?? আবেগে সব হয় না ভাই..

আগে সক্ষমতা অর্জন করি, এরপর না হয় ভার বইবো। চারাগাছের কাছে তক্তা চাইবার বোকামিটুকু না হয় নাইবা করি??

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.