![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খাই দাই, ঘুরে বেড়াই আর বনের মোষ তাড়াই!
বেশ কিছুদিন থেকেই সামুতে লগইন করা আমার জন্য একটা সংগ্রামের পর্যায়ে চলে গেছে। একাধিকবার আমার সঠিক পাসওয়ার্ডকে ভুল বলে ঘোষণা দেয়া সামুর রেওয়াজ হয়ে গেছে। তাই মাঝে মাঝে "এবারের সংগ্রাম লগইন করার সংগ্রাম" করেও যখন লাভ হয় না তখন আর ব্লগ দেখা হয় না। বিষয়টি একাধিকবার 'আপনার সমস্যা জানান' এ জানিয়েও যেই লাউ সেই কদু থাকায় আর কথা বাড়াই নি। ব্লগে আসা কমে গেছে এই যা..
আর সামুতে এলে প্রথম পাতায় ওই কাউন্টডাউন দেখে প্রতিবার একবার করে খারাপ লাগে। আজকে দেখলাম ৫৫৫ দিন চলছে।। সংখ্যাটা দেখেই বাংলা ফাইভ দিবস বলে মনের মধ্যে কে জানি টিটকারি দিয়ে উঠলো! গোল্ডফিশ মেমোরির বাঙালী তো, তাই এমনিতে মনে থাকে না। সামুতে এলে চোখে পরে - মনে পরে আর কষ্ট বাড়ে।
সামুর লগইন জনিত সমস্যা আমার জন্যে বোধকরি শাপেবর হয়েছে। ব্লগে কম আসায় ওই দিনগণনা চোখেও কম পরে - কষ্টও কম হয়। ওই দিনগণনাটা কেমন জানি নীরবে টিটকারি দেয় আমায়! যেন নীরবে বলে, "খালি গুইনাই করে যাও; আর কিছু তো করবার পারবা না!" অসহায়বোধ করি।
সামুকে ধন্যবাদ, লগইন জনিত সমস্যা আমাকে প্রায়ই অসহায়বোধ হতে রক্ষা করে। কৃতজ্ঞতা রইলো..
পুনশ্চঃ ৫৫৫ দিনের অসহায়বোধ আমাকে আজ একটু এলোমেলো করে দিয়েছে। এলোমেলো কথাগুলো ছলোবলো করে বলে ফেললাম। হড়বড়ে কথা গুলি এড়িয়ে যান, নড়বড়ে করে লাভ কি জীবন! দয়া করে ক্ষমাসুন্দর চোখে দেখবেন আমার এই ব্লা ব্লা ব্লা বলে চলাকে...
১৮ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩
ব্লগার রবিন বলেছেন: আসলেই নতুন করে ভাববার সময় এসেছে আমাদের।
©somewhere in net ltd.
১|
১৮ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:০৭
বাতায়ন এ আমরা কজন বলেছেন: বিবেক থাকে বলেই আবেগ নাড়া খায়, কিন্তু যাদের কাছে তার থাকার প্রয়োজন ছিল সবচেয়ে বেশি তারা রাজনীতিতে আসার আগে সর্বপ্রথম যা বিসর্জন দেন তা হলো বিবেক। এরকম আরও অনেক ৫৫৫ দিন পার হয়ে যাবে, তবুও তাদের চোখ খুলবেনা, ঘুম ভাংবেনা- নিশ্চিত থাকেন। আমরা জাতি হিসাবে আসলেই কোন পর্যায়েই পড়িনা। মাঝে মাঝে গলা ছেড়ে চিৎকার করে উঠতে ইচ্ছা করে, সবকিছু চুড়মার করে দিতে ইচ্ছা করে, কিন্তু বুকের মাঝ থেকে আওয়াজ আসে, "তোমার তো কোন ক্ষমতা নাই, কী হবে এসবের বিরুদ্ধে চিৎকার চেচামেচি করে"। আচ্ছা আসলেই কী আমরা এতটা অসহায় গুটিকয় জান্তব মানুষের কাছে, যাদের কাছে স্বার্থই সব। আসলেই কী আমাদের কোন ক্ষমতা নাই????? আবার মনে হয় নতুন করে ভাববার সময় এসেছে আমাদের।