নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিচয় দেবার মতো বিশেষ কিছু নেই। আপাতত দু\'পেয়ে জীব মাত্র। মানুষ হতে পারলে জানবো ক্ষণ..

ব্লগার রবিন

খাই দাই, ঘুরে বেড়াই আর বনের মোষ তাড়াই!

ব্লগার রবিন › বিস্তারিত পোস্টঃ

বিটলামী

১৯ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:০৭

বন্ধুর মন খারাপ! বেশী খারাপ!! মেয়েজনিত সমস্যা!!!

বন্ধু ডায়লগ দিলো, "বুঝলি রে, পর কখনো আপন হয় না।"



ডায়লগ শুইনা ঠুস কইরা মাথায় ক্যারা উঠলো।

বিটলামীর তো সীমা নাই! ভাবলাম একটু বিটলামীই করি।

বন্ধুমানু - তার সাথে এগুলি করাই যায়!

বলা তো যায় না, এতে মন ভালো হইলে হইতেও পারে! ;)



শুধাইলাম,

"তোর আব্বা আম্মার তো অ্যারেঞ্জ ম্যারেজ হইছে, তাই না?!"

উত্তর দিলো, "হ, ক্যান?"

কইলাম, "না! দ্যাখ, অজানা অচেনা একমহিলা তোর আপন মা!!

এইটা একটু কেমন কেমন জানি হইয়া গেলো না?"

এবার দাতমুখ খিচায়া বন্ধুর পাল্টা প্রশ্ন, "মজা লস?"

নির্বিকার ভাবে রেসপন্স দিলাম, "দিলে - লমু না কস?!"



এরপর পাল্টা বয়ান দিলাম,

"মানুষ পর থেকেই আপন হয়।

দুইন্নায় তো আর সবাই সবার আপন নয়!

তবে পরকে আপন করতে জানতে হয়।

লাইগা থাক - একদিন সফল হবি নিশ্চয়।।"



আশেপাশে পুলাপাইন মারহাবা মারহাবা করতে লাগলো।

কে জানি অবশ্য "মর হাবা"ও বলছিল - বন্ধুদের এতো কিছু শুনতে হয় না।। ;)



বিটলামী

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৯ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৪২

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: :) :)

১৯ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩

ব্লগার রবিন বলেছেন: :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.