![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খাই দাই, ঘুরে বেড়াই আর বনের মোষ তাড়াই!
এক ছোটভাই কাল বলল, "আপনেরে তিনটা প্রশ্ন করবো আর সাথে একটা বোনাস!"
সম্মতি পেয়ে সে প্রথম প্রশ্ন করলো, "চাঁদে প্রথম পা কে রাখছে?"
উত্তর দিলাম, "বাহুবল সাব।" [আর্মস্ট্রং]
এবার দ্বিতীয় প্রশ্ন, "দ্বিতীয় পা কে রাখছে?"
পাল্টা জিজ্ঞেস করলাম, 'ব্যক্তি হিসেবে নাকি পা হিসেবে দ্বিতীয়?"
কয়, "না ভাই! পাল্টা প্রশ্ন করা যাবে না, আপনে উত্তর দেন।"
তো কইলাম, "ব্যক্তি হিসেবে অলড্রিন সাব আর পা হিসেবে বাহুবল সাব' [আর্মস্ট্রং সাব তো আর ল্যাংড়া আম আছিলো না!]
ত্যাঁদড় টা কয়, "না ভাই, খেলুম না - আপনে ডিসকোয়ালিফাইড!" বইলা হল্লা শুরু করলো!
ধমক দিয়া থামায়া তৃতীয় প্রশ্ন করতে বললাম। তখন সে ইতস্তত করতে লাগলো।
এরপর আবার ধমক খায়া আর আমারে ডিসকোয়ালিফাইড ঘোষণা দিয়ে জিগায়, "তৃতীয় পা কে দিছিল?"
ত্যাঁদড়টার ত্যাঁদড়ামি তো ততক্ষণে ধরা!
তাও উত্তর দিলাম, "বাহুবল সাবের দুইপা হিসাবে নিলে, ব্যক্তি হিসেবে তাইলে তৃতীয় পা দিছিলো অলড্রিন সাব।"
কয়, "ভাই! প্রশ্ন ঠিকমতো বুঝেন নাই!! এইটা ট্রিক কোশ্চেন ছিল।"
এরপর বান্দরটারে দউরানি দিয়া খেদাইছি! পুলাপান বেদ্দপ!!
চতুর্থ প্রশ্ন আর করতে পারে নাই। তারে @খেদানি অলটাইম দৌড়ের উপর রাখছি...
[ঈষৎ পরিমার্জিত! নিজের বকাবাদ্দি সহ আরও কিছু স্কিপ কইরে গেলাম!!]
ত্যাঁদড় ছোট ভাই
২৪ শে আগস্ট, ২০১৩ সকাল ৭:৫৫
ব্লগার রবিন বলেছেন: এপিক কমেন্ট রে ভাই! স্পেস ছাড়া পইড়া তো আমার সকালটাই সুন্দর হইয়া গেল!! ধইন্যা [কুনু স্পেস ছাড়া]
২| ২৪ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:১২
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন:
২৫ শে আগস্ট, ২০১৩ ভোর ৪:৩৫
ব্লগার রবিন বলেছেন:
৩| ২৪ শে আগস্ট, ২০১৩ রাত ৯:০৭
আমিনুর রহমান বলেছেন:
সেইরাম
২৫ শে আগস্ট, ২০১৩ ভোর ৪:৩৭
ব্লগার রবিন বলেছেন: ধইন্না!
©somewhere in net ltd.
১|
২৪ শে আগস্ট, ২০১৩ সকাল ৭:৫১
ভারসাম্য বলেছেন: চাইদী ছাবে চান্দের বুকে তৃতীয়বার পা দিয়াছিল। ( পা এবং দিয়াছিল'র মধ্যে স্পেইস সহ পড়তে হবে) ।